শঙ্কা কাটিয়ে সাকিবের ব্যাটিং সেশন, আশাবাদী ডমিঙ্গো

অনুশীলনে শুরুতেই জেগেছিল শঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান মাঠে এসে স্ক্যান করাতে গিয়েছিলেন হাসপাতালে। প্রথম টেস্টে তিনি খেলবেন কিনা তা নিয়ে বাড়ছিল উদ্বেগ। তবে হাসপাতাল থেকে ফিরে ব্যাটিং অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক। পরে সংবাদ সম্মেলনে এসে কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, সাকিবের খেলার ব্যাপারে তিনিও ভীষণ আশাবাদী।
সোমবার ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নিতে মাঠে এসেছিলেন সাকিব। বাকিরা অনুশীলন করলেও এদিন তিনি নিজেকে রাখেন বিশ্রামে। মঙ্গলবার শুরু থেকেই অনুশীলন করার কথা ছিল তার। দলের সঙ্গে সময়মতই এসেছিলেন মাঠে।
কিন্তু অনুশীলন শুরুর আগে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে দেখা যায়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। ঘণ্টা খানেকের মধ্যেই ফিরে এসে নির্বাচকদের নিয়ে আলোচনায় বসেন তিনি।
দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তার বদলে আসেন কোচ ডমিঙ্গো, সাকিব তখন প্রস্তুত হয়ে ব্যাটিং অনুশীলনে নেমে যান নেটে। আধঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন করেন তিনি।
ডমিঙ্গোকে সাকিবের চোটের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি আশাবাদী কথাই শুনিয়েছেন, 'আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। বিকেলের দিকে আমরা সিদ্ধান্ত নিব। আশা করছি সে ঠিকাছে। সে এখনো বাহু ও পাঁজরের সমস্যায় ভুগছে। আশা করছি ব্যাটিংয়ে কয়েকটি বল হিট করলে সব ঠিক হয়ে যাবে।'
Comments