পান্তের বিদায়ের পর পূজারা-শ্রেয়াসের জুটিতে ভারতের প্রতিরোধ

বিপদজনক রিশভ পান্তকে সেশনের শুরুর দিকেই ফিরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এরপর জীবন পাওয়া চেতশ্বর পূজারার সঙ্গে মিলে প্রতিরোধ গড়েছেন শ্রেয়াস আইয়ার। প্রথম সেশনে তিন উইকেট নিলেও দ্বিতীয় সেশনে ভারতের এক উইকেটের বেশি ফেলতে পারেনি বাংলাদেশ।
বুধবার চট্টগ্রাম টেস্টের প্রথমের দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৭৪ রান। ১১৬ বলে ৪২ করে অপরাজিত আছেন পূজারা। ৭৭ বলে ৪১ রান করে তার সঙ্গী শ্রেয়াস। ১৪৬ বলে এই দুজনের জুটিতে এসেছে ৬২ রান। দ্বিতীয় সেশনে ৩০ ওভার খেলে ৮৯ রান তুলতে ১ উইকেট হারায় সফরকারীরা।
লাঞ্চের পর নেমে দ্বিতীয় বলেই পূজারাকে আউট করতে পারত বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ১২ রানে থাকা পূজারা। ডান দিকে ঝাঁপিয়ে গ্লাভস লাগালেও বল জমাতে পারেননি নুরুল হাসান সোহান।
পান্ত সময়ে সময়ে বিপদজনক হচ্ছিলেন। দ্রুত রান তুলে পরিস্থিতি নিজেদের দিকে নিয়ে যাচ্ছিলেন। কোন বোলারকেই মারতে তার খুব একটা সমস্যা হচ্ছিল না। অফ স্পিনার মিরাজ এসেও সুবিধা করতে পারছিলেন না। তাকে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারার পরের ওভারে একই অঞ্চল দিয়ে ছক্কায় উড়ান পান্ত।
কিন্তু ছক্কার পরের বলেই লাইন মিসে করে কাবু ভারতের কিপার ব্যাটার। ভেতরে ঢোকা বল পড়তে পারেননি। ব্যাকফুটে খেলতে গিয়ে বল তার ব্যাটে লেগে তারপর পায়ে লেগে আঘাত হানে স্টাম্পে। ৪৫ বলের ইনিংসে ৪ বাউন্ডারি, ২ ছক্কায় ৪৬ করেন তিনি।
এরপর ক্রিজে এসেই বাউন্ডারি পেয়ে যান শ্রেয়াস। তাড়াহুড়ো না করে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে থাকেন নিজেকে। শ্রেয়ারের ব্যাট চলে সাবলীল গতিতে, পূজারা মন দেন টিকে থাকায়। উইকেটের পরিস্থিতিও দ্বিতীয় সেশনে কিছুটা ভালো দেখাচ্ছে।
৭৭ বলে ৪১ রান আনতে শ্রেয়াস মেরেছেন ৫ বাউন্ডারি। পূজারা খেলছেন্ত আর ঘরানায়। ১১৬ বল সামলে এই অভিজ্ঞ ব্যাটার ৪২ এনেছেন ৪ বাউন্ডারিতে
Comments