মেসির বিশ্বকাপ জয়ের আশায় জল ঢালতে তৈরি দেম্বেলে

ছবি: এএফপি

চার বছর দুজনে একসঙ্গে খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তাই লিওনেল মেসিকে খুব কাছ থেকে দেখেছেন উসমান দেম্বেলে। আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপ জয়ের তীব্র আকাঙ্ক্ষার কথা সারা দুনিয়ার মতো তারও জানা। তবে ফাইনালের মঞ্চে মেসিকে কোনো ছাড় দিতে রাজী নন তিনি। কারণ দেম্বেলের দল ফ্রান্সও যে শিরোপা ধরে রাখতে উন্মুখ হয়ে আছে।

কাতার বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াচ্ছে রোববার রাতে। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। একদিকে, আর্জেন্টিনা চাইবে ৩৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা ঘরে তুলতে। অন্যদিকে, ফ্রান্সের লক্ষ্য থাকবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার। দুই দলেরই সামনে রয়েছে তৃতীয় বিশ্বকাপ ট্রফির হাতছানি।

বিশ্বকাপের গত আসরেও মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ২০১৮ সালে রাশিয়াতে শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জিতেছিল ফরাসিরা। পরবর্তীতে দাপট অব্যাহত রেখে সেরার মুকুট উঁচিয়ে ধরে দলটি। এরপর থেকে দেম্বেলে-কিলিয়ান এমবাপে-আঁতোয়ান গ্রিজমানদের পারফরম্যান্সের গ্রাফ যেন ঊর্ধ্বমুখীই! গত বছর উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়ন হয় দিদিয়ের দেশমের শিষ্যরা। এবার তারা ফের বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

ফ্রান্সের ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে। গত বছর কোপা আমেরিকা জেতে দলটি। এতে ২৮ বছরের দীর্ঘ শিরোপাখরার অবসান হয় তাদের। এবার তাদের চোখ ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফির দিকে। সেই অভিযানে আলবিসেলেস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। ৩৫ বছর বয়সেও বিশ্বকাপকে আপন আলোয় আলোকিত করেছেন তিনি। ছয় ম্যাচে নিজে করেছেন ৫ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন মেসি। কিন্তু পরম আরাধ্য বিশ্বকাপ এখনও অধরা। ২০১৪ সালের ফাইনালে ব্যর্থতার আট বছর পর আবার একটি সুযোগ পেয়েছেন তিনি। সেটা নিশ্চয়ই পুরোপুরি কাজে লাগাতে চাইবেন মেসি। তবে এক সময়ের ক্লাব সতীর্থ দেম্বেলে তৈরি তার পরিকল্পনা ভেস্তে দিতে। গণমাধ্যমের কাছে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, 'সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে বিশ্বকাপ জিতলে তার (মেসির) জন্য দারুণ ব্যাপার হবে। কিন্তু আমরাও এটা জিততে চাই।'

মেসির ঝুলি শূন্য রেখে শেষটা রাঙাতে ফরাসিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি, 'আমরা ফ্রান্স। আমরা আমাদের দেশ, আমাদের দল ও এখানে (ফাইনালে) আসতে যা যা দরকার তা করার পর কাজটা শেষ করতে লড়াই করছি। এটা সত্যি যে এই শিরোপাটাই সে পায়নি। কিন্তু আমরাও এখানে আমাদের দেশকে গর্বিত করতে এসেছি। আমি আশা করি, ফ্রান্সই জিতবে।'

Comments

The Daily Star  | English

Tariffs, weak confidence heighten risks for Islamic banks

The global ratings agency said weak solvency of the banks, compounded by poor governance, is eroding depositor confidence, and this, in turn, will limit their growth.

9h ago