২০২২ সালের তুলনায় গরম বেশি পড়বে ২০২৩ সালে

২০২২ সালের তুলনায় গরম বেশি পড়বে ২০২৩ সালে
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়বে ২০২৩ সাল। অর্থাৎ চলতি বছরের তুলনায় আগামী বছরে আরও বেশি গরম পড়তে চলেছে।

বিবিসি জানিয়েছে, পূর্বাভাসে আরও বলা হয়েছে ধারাবাহিকভাবে বৈশ্বিক তাপমাত্র গড়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পাওয়ার দশম বছর হবে ২০২৩ সালে। 

মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে দেখানো হয়েছে, জলবায়ু পরিবর্তন বৈশ্বিক তাপমাত্রা কীভাবে বাড়িয়ে তুলছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গড় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে কার্বন নির্গমন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

১৭০০-১৯০০ সালে শিল্প বিপ্লবের আগের সময়ের তুলনায় বর্তমানে পৃথিবী প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। এ সময় প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানীর ব্যবহারের ফলে উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাস বায়ুমণ্ডলের ছড়িয়ে পড়ে।

২০২৩ সালে তাপমাত্রা গড়ে ১ দশমিক ০৮ সেলসিয়াস থেকে ১ দশমিক ৩২ সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যেটা শিল্পবিপ্লবের আগের সময় থেকে বেশি।

১৮৫০ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর ২০১৬ সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। সে সময় আবহাওয়াবিদরা বলেছিলেন, এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে। 

কিন্তু গত ৩ বছর লা নিনা নামে আরেক ধরনের আবহাওয়ার প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রের তাপমাত্রা গড় বৈশ্বিক তাপমাত্রাকে কমিয়ে দিয়েছে বলেও জানানো হয়েছে।
 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago