ডি ইয়ংয়ের বার্সা ছাড়ার সম্ভাবনা নিয়ে যা বললেন লাপোর্তা

ছবি: রয়টার্স

বার্সেলোনা ছেড়ে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ম্যানচেস্টার ইউনাইটেড যাত্রার গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। রেড ডেভিলদের দুরবস্থা কাটাতে মরিয়া কোচ এরিক টেন হাগ। তাই ইংলিশ ক্লাবটির মাঝমাঠকে আরও শক্তিশালী করতে সাবেক শিষ্য ডি ইয়ংকে ফিরিয়ে আনতে মুখিয়ে আছেন তিনি।

ডাচ কোচ টেন হাগের এই চেষ্টায় অবশ্য জল ঢেলে দিতে চাইছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। স্প্যানিশ ক্লাবটির সভাপতি জানিয়েছেন, নেদারল্যান্ডস তারকা ডি ইয়ংকে কখনোই বিক্রি করতে চাননি তিনি।

২০১৯ সালে আয়াক্স আমস্টারডাম ছেড়ে বার্সায় পাড়ি জমান ডি ইয়ং। সেই সময় ডাচ ক্লাবটির কোচ ছিলেন টেন হাগ। তার অধীনেই মূলত জ্বলে উঠেছিলেন ডি ইয়ং। নজরে পড়েছিলেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। কাতালান দলটিতে যোগ দিয়েও তিনি ধরে রেখছেন ফর্ম। যদিও তার ক্যাম্প ন্যু ছেড়ে ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন বেশ চড়া।

ব্রাজিলিয়ান কাসেমিরো, ডেনিশ ক্রিস্টিয়ান এরিকসেনদের দলে ভিড়িয়েও ম্যান ইউনাইটেডের মিডফিল্ডকে পছন্দসই রূপ দিতে পারেননি টেন হাগ। সেই শূণ্যতা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টায় আছেন তিনি। ফলে পুরনো শিষ্য ডি ইয়ংকে পুনরায় নিজের অধীনে আনতে চান। তবে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছাড়ার ইচ্ছা নেই বার্সেলোনার।

ডি ইয়ংকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় আখ্যা দিয়ে বৃহস্পতিবার বার্সা টিভিকে লাপোর্তা বলেন, 'আমাদের যে কয়জন মূল খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে সে একজন। দারুণ সব তরুণ প্রতিভার মধ্যে সে একজন এবং দলের নেতাদের একজন হিসেবে তাকে গণ্য করা হয়। আমি কখনোই ফ্রেঙ্কিকে বিক্রি করতে চাইনি।'

অন্যদিকে, অভিজ্ঞ স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতস যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন, এমন দাবি করেছে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম। তার ভবিষ্যৎ খুব শিগগিরই নির্ধারিত হয়ে যাবে বলে মনে করছে তারা।

বুসকেতসের দীর্ঘ ১৫ বছরের বার্সা ক্যারিয়ারের ইতি টানা প্রসঙ্গে লাপোর্তার মন্তব্য, 'আমি জানি না সে সামনের শীতকালীন দলবদলেই (ক্লাব ছেড়ে) যাবে নাকি মৌসুমের শেষ পর্যন্ত থাকবে। আমরা চাই সে (এখানে) খেলা চালিয়ে যাক। (কোচ) জাভি (হার্নান্দেজ) তার ওপর ভরসা করে।'

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

3h ago