এমিলিয়ানোর 'আবেগ' নিয়ন্ত্রণে আনতে চান ভিলা কোচ

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এমিলিয়ানো মার্তিনেজের। মাঠের পারফরম্যান্স আর্জেন্টাইন গোলরক্ষকের পক্ষে কথা বললেও আগ্রাসী উদযাপনের কারণে তার দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। এই নিয়ে এবার মুখ খুললেন তার ক্লাব অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরিও। জানালেন মার্তিনেজের আবেগ নিয়ন্ত্রণে আনতে চান তিনি।

গত রোববার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার 'গোল্ডেন গ্লাভস' জিতে নেন এমিলিয়ানো। তবে এরপরই সেটা (গোল্ডেন গ্লাভস) নিয়ে অনেকটা অশ্লীল ভঙ্গি করেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। ম্যাচশেষে ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় তার বিরুদ্ধে ওঠে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে অপমানের অভিযোগ।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় ফিরে দেশবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়ও এমিলিয়ানোর উদযাপন জন্ম দেয় বিতর্কের। এমবাপের মুখের আকৃতির একটি শিশু পুতুল কোলে নিয়ে ঘুরতে দেখা যায় তাকে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। অনেকেই একে আখ্যা দেন 'অখেলোয়াড়সুলভ আচরণ' হিসেবে। এমেরির মতে খেলোয়াড়দের কিছু আদর্শ থাকা উচিৎ।

'সে কেমন পারফর্ম করেছে ও এরপর আমাদের হয়ে কীভাবে (ম্যাচ) জিতবে সেটাতে মনোযোগ দিতেই পছন্দ করব আমি। তার সঙ্গে কথা বলবো কারণ তার সেই বিষয়টিও নিয়ন্ত্রণে আনতে চাই আমি, তার আবেগ। আমাদের কিছু আদর্শ থাকতে হবে। আচরণের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা প্রতিপক্ষ খেলোয়াড় ও নিজেদের সঙ্গে থাকি,' বলেন এমেরি।

তবে কেন এমিলিয়ানো সেদিন এমনটা করেছিলেন সেই উত্তর খোঁজার জন্য এটা সঠিক সময় নয় বলেই মনে করেন স্প্যানিশ এই কোচ, 'আগামী সপ্তাহে যখন সে এখানে (ইংল্যান্ডে) আসবে আমি তার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তার উদযাপনের চেয়ে আমি তার পারফরম্যান্স ও জয় নিয়েই বেশি ভাবছি। উদযাপন সমর্থকদের জন্য, অনেক আবেগ জড়িয়ে থাকে এর সঙ্গে। একজন কোচ হিসেবে 'কেনো'র উত্তর খোঁজার জন্য খুব ভালো মুহূর্ত নয় এটি।'

তবে প্রশ্নবিদ্ধ উদযাপন করলেও বিশ্বকাপে এমিলিয়ানোর পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলোই মুখ্য এমেরির কাছে, 'শতকরা ৯০ ভাগ ক্ষেত্রেই আমরা অনেক ইতিবাচক বিষয় নিয়ে কথা বলতে পারি, তার পারফরম্যান্স ও তার জয়ের জন্য তাকে নিয়ে অনেক গর্ববোধ করতে পারি। উদযাপনের মতো ছোটখাট বিষয়ের চেয়েও অনেক বেশি কিছু এগুলো।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago