মিরাজকে নিজের স্বাক্ষর করা জার্সি দিলেন কোহলি

ছবি: বিসিবি

রোমাঞ্চকর টেস্ট শেষ হওয়ার পর তখন চলছিল পুরস্কার বিতরণী আয়োজন। মাঠে ছিলেন দুই দলের খেলোয়াড়রা। ভারতের বিরাট কোহলি এগিয়ে এসে খুঁজে নিলেন মেহেদী হাসান মিরাজকে। কাছে ডেকে নিয়ে বাংলাদেশ অলরাউন্ডারের হাতে তুলে দিলেন নিজের স্বাক্ষরিত একটি জার্সি।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। ১৪৫ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিনে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে গিয়েছিল তারা। বাংলাদেশ তখন পাচ্ছিল অভাবনীয় এক জয়ের সুবাস। ম্যাচে এমন নাটকীয়তা তৈরিতে মূল ভূমিকা রেখেছিলেন অফ স্পিনার মিরাজ। তবে অষ্টম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সফরকারীদের জিতিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার।

টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ফাইফারের স্বাদ নেন মিরাজ। ৬৩ রান খরচায় তিনি পান ৫ উইকেট। আগের দিন ৩ উইকেট শিকার করার পর এদিন তিনি সাজঘরে পাঠান রিশভ পান্ত ও আকসার প্যাটেলকে। কেবল এই পারফরম্যান্স নয়, ভারতের এবারের বাংলাদেশ সফরের পুরোটাতেই কোহলির নজর কাড়েন মিরাজ। আর সেকারণেই হাসি মুখে জার্সি উপহার দেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। তিনি ছাপ রাখেন ক্রিকেটীয় সৌজন্যবোধের।

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হলেও মিরাজ ছিলেন উজ্জ্বল। দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব তারই দখলে। ৪ ইনিংস হাত ঘুরিয়ে ২৮.৯০ গড়ে মোট ১১ উইকেট নেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে দলকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতাতেও মূল ভূমিকা পালন করেছিলেন মিরাজ। ব্যাট হাতে এক সেঞ্চুরিসহ করেছিলেন ১৪১ রান, বল হাতে পেয়েছিলেন ৪ উইকেট।

কোহলির বাংলাদেশের কোনো ক্রিকেটারকে উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ব্যাট দিয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

July charter: Commission likely to push parties for legally binding deal

Following demands from several parties, including Jamaat-e-Islami, National Citizen Party, and Islami Andolan Bangladesh, the National Consensus Commission is considering a proposal to make the July National Charter a legally binding document.

8h ago