এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ড. এহসান হক

পুরস্কার নিচ্ছেন ড. এহসান হক। ছবি: সংগৃহীত

শিশুদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টসের (ডিসিআই) প্রতিষ্ঠাতা ড. এহসান হক এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ এ ভূষিত হয়েছেন।

এরআরবি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এনআরবি প্রফেশনাল সামিটে বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ডা. এহসান হকের হাতে এই পুরস্কার তুলে দেন।

এ সময় এহসান হক বলেন, 'এই স্বীকৃতি আমাদের চ্যালেঞ্জিং মিশনকে আরও কার্যকরভাবে চালিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। শিশুদের সব মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি আমার মিশন চালিয়ে যাব।'

শিশুদের পাশাপাশি ডিসিআইয়ের সব দাতা ও স্বেচ্ছাসেবকদের তিনি এই পুরস্কারটি উৎসর্গ করেন।

দারিদ্র্য, ক্ষুধা, শিশুশ্রম এবং প্রতিরোধযোগ্য অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সালে ডিসিআই প্রতিষ্ঠা করেন ড. এহসান। সংস্থাটি শিশু অধিকার বিষয়ে প্রচারণা, বাল্যবিবাহ প্রতিরোধ, অন্ধত্ব প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য ও চক্ষু সেবা প্রদানের জন্য নিবেদিত। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় ১ লাখ শিশুকে সহায়তা দিয়েছে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago