উলভসে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা 

অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই খোলসে বন্দী হয়ে ছিলেন ম্যাথিউজ কুনহা। কিছুতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। যে কারণে জায়গা হয়নি ব্রাজিলের বিশ্বকাপ দলেও। এবার তাকে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পাঠিয়ে দিলো স্প্যানিশ ক্লাবটি।

অবশ্য কুনহাকে দলে টানার দৌড়ে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও। কিন্তু শেষমেষ উলভসের সঙ্গে পেরে উঠেনি তারা। চুক্তিতে লোনের মেয়াদ শেষে তাকে স্থায়ীভাবে পাওয়ার সুযোগও রেখেছে উলভস। তবে সেক্ষেত্রে তাদের গুনতে হবে ৪০ মিলিয়ন ইউরো।

এক বিবৃতিতে উলভারহ্যাম্পটনের ক্লাবটি জানায়, 'এই সপ্তাহের শুরুতে ব্রাজিলিয়ান ফুটবলার (কুনহা) যুক্তরাজ্যে এসে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন। ধারে চুক্তি সম্পন্ন করা হয়েছে যেটা স্বয়ংক্রিয়ভাবে ২০২৭ পর্যন্ত একটি স্থায়ী চুক্তিতে পরিণত হবে যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হয়।' 

২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ফেললেও নামের পাশে একটিও গোল নেই কুনহার। অ্যাসিস্টও করেছেন মাত্র দুটি। এমন নখদন্তহীন পারফরম্যান্স কোনো কাজে আসছে না অ্যাতলেতিকোর। ফলে ক্রিসমাসের দিনে চলতি মৌসুমের অবশিষ্ট সময়ের জন্য ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে উলভসে পাঠালো তারা।

সোমবার রাতে এভারটন ও আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগের ম্যাচ রয়েছে উলভসের। সেই দুটি ম্যাচে কুনহাকে না পেলেও আগামী বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে তিনি খেলবেন বলে আশা করছে ক্লাব।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago