ডমিঙ্গোর পারফরম্যান্স খুবই ভালো: বিসিবি সভাপতি

Russell Domingo
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলাপ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: বিসিবি

প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বিসিবির। তবে গত বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এই চুক্তিও আগেভাগে শেষ হয়ে যাওয়ার গুঞ্জন চলছে। ভারত সিরিজ শেষের পর আবার তাই আলোচনায় এই কোচ। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন অবশ্য এই ব্যাপারটা রাখলেন অস্পষ্ট। ডমিঙ্গোর পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্টির কথা জানালেও নতুন কোচ নিয়োগের প্রয়োজনীয়তাও শুনিয়েছেন তিনি।

এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টেস্ট সিরিজে অবশ্যে হারে ২-০ ব্যবধানে। গত রোববার মিরপুর টেস্ট শেষ হওয়ার পর কোচিং স্টাফে বদলের চিন্তার কথা জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, 'আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার মতো, নিচের সারির দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, এমন না। আজ যেমন ভারতের সঙ্গে খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।'

সোমবার রাতে রাজধানীতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নতুন কোচ নিয়োগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বোর্ড প্রধান প্রথমে ডমিঙ্গোর পারফরম্যান্স নিয়ে জানান নিজের সন্তুষ্টির কথা,  'আমরা যদি পারফরম্যান্স দেখি তাহলে রাসেল ডমিঙ্গোর সময় অনেক রেকর্ড হয়েছে। আমরা প্রথম যেটা করি সেটাকে রেকর্ড ধরি।'

'হাথুরুসিংহে আসার পর আমরা প্রথমবার ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান এসব দলের সঙ্গে সিরিজ জিতি। ওটা ছিল দেশের মাঠে। রাসেল ডমিঙ্গোর সময়ে আমরা কিন্তু দেশের বাইরে গিয়ে জেতা শুরু করলাম। ওয়েস্ট ইন্ডিজে জিতলাম, সাউথ আফ্রিকায় গিয়ে জিতলাম, নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতলাম। ওর সময়ে দেশের বাইরে জেতা বেশি। দেশে তো আছেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জেতা। এবার ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলাম।'

'পারফরম্যান্সের বলবে রাসেল ডমিঙ্গোর পারফরম্যান্স খুবই ভালো এই কারণে দেশের বাইরেও আমরা জেতা শুরু করেছি। যেটা আমরা কখনো করিনি।'

কোচের পারফরম্যান্স ভালো হলেও ঠাসা সূচির কারণে আরও কোচের প্রয়োজন দেখছেন বিসিবি সভাপতি,  'ব্যাপার হচ্ছে যে এখন যে পরিমাণ খেলা এখন কোন কোচের পক্ষে তিন সংস্করণে খেলা সম্ভব না। অবশ্যই আমাদের আরও কোচ লাগবে। তারচেয়ে বড় কথা হচ্ছে শুধু একজন কোচ দিয়েও হবে না, আরও একজন লোক লাগবে।'

মূলত সিরিজের বাইরে দলকে আর সময় দিতে পারেন না ডমিঙ্গো। অফ ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে আলাদা করে কাজও করা হয় না। নতুন কোচ নিয়োগের চিন্তায় এসব বিষয় মাথায় রাখছেন নাজমুল,  'যে পরিমাণ খেলা কোচরা এখন যেটা করছে খেলার সময় যোগ দিচ্ছে। কিন্তু খেলোয়াড়দের ডেভোলাপমেন্টে যোগ দিতে পারছে না, খেলোয়াড়রাও সময় দিতে পারছে না। ধরুন একটা ছেলে কোন সমস্যায় ভুগছে সেটা ঠিক করতে সময় মিলছে না। এখন এত খেলা। এইগুলার মধ্যে একটা সমন্বয় আনা দরকার। কোচিংয়ে সমন্বয় দরকার। এটা নিয়ে মেগা পরিকল্পনা করেছি।'

আগামী মার্চে ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ দেখা যেতে পারে। তবে ডমিঙ্গোকে একবারে বাদ দেওয়া হচ্ছে কিনা এই বিষয় খোলাসা করেননি তিনি, 'ইংল্যান্ড সিরিজের আগেও হতে পারে, পরেও হতে পারে। জানিয়ে দেব। এই সিদ্ধান্ত বলছি না। রাসেল ডমিঙ্গোর পাল্লা কিন্তু অনেক ভারি। আপনারা যে যত কথাই বলেন না কেন ওর পাল্লা ভারি।'

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago