ফের জাকেরের সেঞ্চুরি, চালকের আসনে মধ্যাঞ্চল

Jaker Ali Anik
জাকের আলি অনিক। ফাইল ছবি

৬৪ রানেই পড়ে গিয়েছিল ৫ উইকেট। ফলে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল বিসিবি মধ্যাঞ্চলের। সেই বিপর্যয়ের মাঝে মোহাম্মদ শরিফউল্লাহকে নিয়ে ১৬৪ রানের জুটি গড়লেন জাকের আলি অনিক। বিসিএলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে দলকে পাইয়ে দিলেন ভালো সংগ্রহ। এরপর দ্বিতীয় ইনিংসে একশ পেরিয়েই ৪ উইকেট খুইয়ে ফেলল বিসিবি উত্তরাঞ্চল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান ম্যাচে চালকের আসনে রয়েছে মধ্যাঞ্চল। মঙ্গলবার দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয়েছে তারা। এরপর উত্তরাঞ্চল দিন শেষ করেছে ৪ উইকেটে ১২২ রান তুলে। এখনও ৪৪ রানে পিছিয়ে আছে দলটি। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৬৯ রানে।

আগের দিনের ৫ উইকেটে ১২৮ রান নিয়ে খেলতে নেমেছিল মধ্যাঞ্চল। নিজেদের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিকে অনেকদূর টেনে নিয়ে যান উইকেটরক্ষক-ব্যাটার জাকের ও শরিফউল্লাহ। জাকের খেলেন ১৩৮ রানের ইনিংস। ২৪১ বল মোকাবিলায় ৯ চার ও ৩ ছক্কা মারেন তিনি। আগের ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে একমাত্র ইনিংসে ১২১ রান করেছিলেন তিনি। সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন শরিফউল্লাহ। কিন্তু ৮৩ রানে তাকে ফিরতে হয় সাজঘরে। ১৩৮ বলে ৯ চার আসে তার ব্যাট থেকে।

দলীয় ২২৮ রানে বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন শরিফউল্লাহ। এরপর লেজের দিকের ব্যাটারদের নিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ তিনশ পার করান ২৪ বছর বয়সী জাকের। তিনি নবম ব্যাটার হিসেবে আউট হন ডানহাতি পেসার নাহিদ রানার বলে। তার ক্যাচটি নেন শুভ।

শুভ ৩ উইকেট নেন ৮১ রানে। সমান সংখ্যক উইকেট পেতে ডানহাতি স্পিনার নাইম আহমেদের খরচা ৯১ রান। নাহিদ ২ উইকেট পান ৭৯ রানের বিনিময়ে।

আবার ব্যাটিংয়ে নামার পরও শুরুটা ভালো হয়নি উত্তরাঞ্চলের। ফের ব্যর্থ হন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর এবার তিনি ২৫ বলে ৮ রান করেন। তাকে বোল্ড করেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তিনে নামা তানজিদ হাসান তামিমকে ডানা মেলতে দেননি ডানহাতি পেসার মুশফিক হাসান। ৭ বলে ১০ রান করেন তিনি। ফলে ৫১ রানে পড়ে যায় ২ উইকেট।

আরেক ওপেনার তৌফিক খান তুষার ছিলেন মারমুখী ঢঙে। তৃতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। তার ঝড়ো ইনিংসের ইতি টানেন সৌম্য সরকার। ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৬১ বলে ১৩ চার ও ১ ছয়ে ৭২ রান করেন তিনি। অভিজ্ঞ নাঈম ইসলামকে থিতু হতে দেননি আবু হায়দার। ফলে চাপে পড়ে গেছে উত্তরাঞ্চল।

সাইফ ৪৮ বলে ২৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী নাসির হোসেন ২ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি। তারা আগামীকাল বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া আবু হায়দার ২ উইকেট শিকার করেছেন ৩৫ রানে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

7h ago