সালমানের সেঞ্চুরির পর দুই ওপেনারে পাল্টা জবাব নিউজিল্যান্ডের

ছবি: এএফপি

অধিনায়ক বাবর আজমের রেকর্ডময় ইনিংসে প্রথম দিন শেষে চালকের আসনে ছিল পাকিস্তানই। সেই ভিতের ওপর দাঁড়িয়ে দ্বিতীয় দিনে বুক চিতিয়ে লড়লেন আঘা সালমান। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। স্বাগতিকদের বড় সংগ্রহের পর দারুণ জবাব দিচ্ছে নিউজিল্যান্ডও। দুই ওপেনারের কল্যাণে কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করল তারা।

মঙ্গলবার করাচি টেস্টের দ্বিতীয় দিনে বিনা উইকেটে ১৬৫ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। শতকের সম্ভাবনা জাগিয়ে টিকে রয়েছেন ওপেনার টম ল্যাথাম (৭৮) ও ডেভন কনওয়ে (৮২)। দেড় সেশনেরও বেশি সময় ব্যাট চালিয়ে পাকিস্তান বোলারদের হতাশায় পোড়ান এই দুজন। ২৭৩ রানে পিছিয়ে থেকে আগামীকাল বুধবার দ্বিতীয় দিন শুরু করবে নিউজিল্যান্ড। তাদের হাতে রয়েছে ১০ উইকেট।

এর আগে সালমানের ১০৩ রানের ইনিংসে স্কোরবোর্ডে ৪৩৮ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। আগের দিন ১ উইকেট শিকার করা অভিজ্ঞ পেসার টিম সাউদি পান আরও ২ উইকেট। জোড়া শিকার ধরেন এজাজ পাটেল, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি।

৫ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। প্রথম দিনে ১৬১ রানে অপরাজিত থাকা বাবরের সামনে ছিল ডাবল সেঞ্চুরির হাতছানি। কিন্তু দিনের মাত্র চতুর্থ বলেই উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে সাউদিকে উইকেট দিয়ে ফেরেন তিনি। এরপর নুমান আলিকে সঙ্গে নিয়ে ৫৪ রান যোগ করেন সালমান। সেই জুটিতে মূখ্য ভূমিকা পালন করেন এই অলরাউন্ডার। ৪৭ রানই আসে তার ব্যাট থেকে। সালমানের ফিফটি পূর্ণ হওয়ার পরপরই আউট হন নুমান। সোধির শিকার হয়ে মোহাম্মদ ওয়াসিমও ফিরে যান দ্রুত। 

শেষদিকে দুই টেল এন্ডার মির হামজা ও আবরার আহমেদকে নিয়ে লড়াই করেন সালমান। গড়েন যথাক্রমে ৩৯ ও ২৪ রানের জুটি। দশম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি তুলে নেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১৩১তম ওভারে সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে সমাপ্তি ঘটে লড়াকু এক ইনিংসের। সালমান ১৫৫ বল মোকাবিলায় মারেন ১৭ চার।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago