ডুবে যাওয়া জাহাজ থেকে তেল ছড়ানো বন্ধের চেষ্টায় ডুবুরি দল
ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল ছড়িয়ে পড়া বন্ধে কাজ করছে কোস্টগার্ডের একটি ডুবুরি দল।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'কোস্টগার্ডের একটি ডুবুরি ইউনিট সকাল থেকে তেল লিক বন্ধ করার জন্য কাজ করছে। ইতোমধ্যে মালিকপক্ষের ৩টি জাহাজ ঘটনাস্থলে এসেছে, আরও একটি আসলে উদ্ধার তৎপরতা পুরোপুরি শুরু হবে। এ মুহূর্তে নতুন করে তেল জাহাজ থেকে লিক করছে না।'
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক আব্দুস সালাম ডেইলি স্টারকে বলেন, 'ডুবুরি ইউনিট সকাল থেকে কাজ করছে। আগামীকাল আরও বোর্ড আসবে, এরপর জোরেশোরে উদ্ধার তৎপরতা শুরু হবে।'
গত রোববার ভোররাত ৪টার দিকে ১১ লাখ লিটার জ্বালানি তেলবাহী সাগর নন্দিনী-২ জাহাজটি ভোলা সদরের তুলাতুলি নামক স্থানে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে যায়। এরপর মেঘনা নদীতে বেশ কিছু তেল ছড়িয়ে পড়ে এবং পরিবেশ বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়।
Comments