লা লিগায় বর্ণবাদী হেনস্থা চলতে থাকায় ক্ষুব্ধ ভিনিসিউস

Vinicius Jr

এর আগেও একাধিকবার বর্ণবাদী বিদ্বেষের শিকার হতে হয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে। স্প্যানিশ লা লিগার ম্যাচে গ্যালারি থেকে তার উদ্দেশে গালাগাল, জিনিস ছুঁড়ে মারার ঘটনা ঘটল আবার। আর এতে লিগ কর্তৃপক্ষকেই দায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন এই তারকা।

শুক্রবার লা লিগার ম্যাচে রিয়াল ভ্যালাদলিদের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়ে গোলে ম্যাচটি ২-০ গোলে জেতে স্প্যানিশ জায়ান্টরা। তবে ম্যাচে ঘটেছে একটি অপ্রীতিকর ঘটনা।

ম্যাচের মাঝে উঠে যাওয়ার সময় গ্যালারি থেকে আসা বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিউস। কয়েকটি ভিডিওতে দেখা যায় তাকে উদ্দেশ করে গালাগাল করতে এবং জিনিস ছুঁড়ে মারতে।

পরে ইন্সট্রাগ্রামে এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন এই ব্রাজিলিয়ান, 'বর্ণবাদ এখনো স্টেডিয়ামে চলতে দেওয়া হচ্ছে, বিশ্বের সেরা ক্লাব খেলছে তবু এসব নিয়ে কিছুই করছে না লা লিগা। আমি আমার মাথা উঁচুতে রাখতে চাই। রিয়াল মাদ্রিদকে জেতাতে চাই। দিনশেষে তাদের কাছে এটা আমার ভুল হয়ে যায়।'

তবে ভিনিসিউসের পোস্টের পর লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেভেসও করেছেন টুইট। লা লিগা কর্তৃপক্ষ যে বর্ণবাদ নিয়ে কিছু করছে না এই কথায় আপত্তি তোলেন তিনি, 'লা লিগা বর্ণবাদের বিপক্ষে অনেক বছর ধরে লড়াই করছে। "লা লিগা বর্ণবাদের বিপক্ষে কিছু করছে না" এই কথা বলা অন্যায্য ভিনিসিউস।'

'আমরা সবাই এই বিষয়টি নিয়ে একই কক্ষপথে আছে।' লিগ কর্তৃপক্ষ ও পরে বিষয়টি নিয়ে দিয়েছে বিবৃতি। তারা জানিয়েছে  ভ্যালাদলিদের  জরিয়াল স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ করা একজনকে চিহ্নিত করা গেছে, 'এই ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সহিংসতা  বিরোধী কমিশন ও বিদ্বেষমূলক অপরাধ প্রসিকিউটর অফিসে তা পাঠানো হয়েছে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে বর্ণবাদী আচরণের বিপক্ষে লা লিগা কর্তৃপক্ষ লড়াই চালিয়ে যাবে।'

এদিকে বিশ্বকাপ বিরতির পর রিয়াল জয় দিয়ে শুরু করলেও হোঁচট খেয়েছে বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে আছে কাতালানরা।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago