লেঁসের বিপক্ষে পিএসজির স্কোয়াডে নেই মেসি-নেইমার

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ছুটি কাটিয়ে এখনও ফেরেননি ফ্রান্সে। আগের ম্যাচে স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফলে লেঁসের বিপক্ষে লড়াইয়ে পিএসজির স্কোয়াডে অনুমিতভাবেই নেই সময়ের অন্যতম সেরা দুই তারকা।
ফরাসি লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে লেঁসের মুখোমুখি হতে যাচ্ছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।
প্রতিপক্ষের মাঠে হতে যাওয়া দ্বৈরথের জন্য ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ গালতিয়ে। সেখানে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে আছেন। তবে ক্লাবটির দুর্ধর্ষ আক্রমণভাগের অন্য দুই সদস্য মেসি ও নেইমার অনুপস্থিত। ফলে মূল একাদশে জায়গা মিলতে পারে দুই স্প্যানিশ ফুটবলার পাবলো সারাবিয়া ও কার্লোস সোলার।
গত বুধবার রাতে ঘরের মাঠে স্ত্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় পিএসজি। কাতার বিশ্বকাপের পর এটি ছিল প্যারিসিয়ানদের প্রথম ম্যাচ। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন এমবাপে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নেন তিনি। এর আগে ৬২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। সফরকারীদের ডি-বক্সে ডাইভ দেওয়ার অপরাধে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড।
লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। লেঁস সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
স্কোয়াড:
কেইলর নাভাস, আশরাফ হাকিমি, সার্জিও রামোস, মার্কুইনহোস, মার্কো ভেরাত্তি, কিলিয়ান এমবাপে, ফাবিয়ান রুইজ, হুয়ান বার্নাত, দানিলো পেরেইরা, সার্জিও রিকো, ভিতিনহা, পাবলো সারাবিয়া, নর্দি মুকিয়েলে, কার্লোস সোলার, এল শাদাইয়ে বিতশিয়াবু, ওয়ারেন জায়ারে-এমেরি, ইসমায়েল ঘারবি, ইলিয়েস হুসনি, হুগো একিটিকে, জিয়ানলুইজি দোন্নারুমা।
Comments