ড্র করে জাভির শাস্তির কবলে লেভানদোভস্কিরা

ওসাসুনার বিপক্ষে জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপের বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ফুটবলের মহাযজ্ঞ শেষে লিগে ফিরে প্রথম ম্যাচেই হোঁচট খেল তারা, পয়েন্ট টেবিলের তলানীর দল স্পানিওলকে ঘরের মাঠে পেয়েও পারল না জয় তুলে নিতে। এতে ক্ষেপে গিয়ে কোচ জাভি হার্নান্দেজ বাতিল করলেন শিষ্যদের ছুটি।

শনিবার ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে স্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বার্সা। আক্রমণের পসরা সাজিয়েও কাঙ্খিত ফিনিশিংয়ের দেখা পায়নি তারা। ম্যাচের ৭৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেও সুবিধা করতে পারেনি ব্লগ্রানারা। ২১ বার স্পানিওলের গোলমুখে নিয়েছে শটও। গোলের দুটি মোক্ষম সুযোগ হাতছাড়া করেছেন তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি।

শিষ্যদের এমন পারফরম্যান্সে যারপরনাই নাখোশ এই জাভি। রোববার সাপ্তাহিক ছুটি কাটানোর কথা ছিল বার্সা খেলোয়াড়দের। তবে স্পানিওলকে হারাতে ব্যর্থ হয়ে যেন নিজেদের পায়েই কুড়াল মেরেছে তারা, সন্ধ্যা ছয়টা থেকে বিশ্রামের বদলে মাঠে দৌড় ঝাঁপে নেমে পড়তে হয় পেদ্রি-গাভিদের। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত তাদের রোববারের প্রতিবেদনে জানিয়েছে এই খবর।

বার্সা-স্পানিওল ম্যাচটি পরিচালনা করেন কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে কার্ডের বন্যা বইয়ে দেওয়া মাতেও লাহোস। এই ম্যাচটিও যেন একই মেজাজে পরিচালনা করতে নেমেছিলেন স্প্যানিশ রেফারি, মোট ১৫ বার পকেট থেকে কার্ড বের করেন তিনি। জর্দি আলবাকে দেখান লাল কার্ড।

তবে এমন আগ্রাসী রেফারিংকে অবশ্য নিজেদের হারের কারণ হিসেবে দাঁড় করাতে চান না জাভি। নিজেদের ভুলটাও চোখ এড়ায়নি সাবেক কিংবদন্তি মিডফিল্ডারের, 'ড্র হয়েছে আমাদের দোষে। আমি মাতেউকে কোনো কিছুর জন্যই দোষ দিচ্ছি না, দুই পয়েন্ট হারানোর দায়টা আমাদেরই। আমার সত্যিটা বলতে হবে এবং এটাই আমি অনুভব করছি।'

আগামী বুধবার (৪ জানুয়ারি) রাতে কোপা দেল রের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। তৃতীয় স্তরের স্প্যানিশ লিগে খেলে থাকে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্টারসিটি। ফলে আবারও পা হড়কালে এবার হয়ত আরও কঠিন শাস্তিই অপেক্ষা করছে জাভির শিষ্যদের জন্য।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago