প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না কাউছারের

দুর্ঘটনাকবলিত গাড়ি এবং নিহত কাউছার মাঝি (ইনসেটে)। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে শরীয়তপুরে দুর্ঘটনায় নিহত হয়েছেন কাউছার মাঝি (২৬)।

আজ মঙ্গলবার ভোররাত ২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের মাঝেরটেক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাউছার মাঝি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা গ্রামের মৃত বারেক মাঝির ছেলে। গতকাল রাত ১০টায় কাউছার তার পরিবারের অন্যান্য সদস্যসহ হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর প্রবাসী ভাই আল আমিনকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ভোররাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পরে যায়।'

তিনি আরও বলেন, 'এ সময় ডামুড্যা থানার টহলরত পুলিশের নজরে এলে তারা স্থানীয়দের সহযোগিতায় গাড়িতে থাকা সবাইকে বের করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই কাউছারের মৃত্যু হয়। বাকি ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।'

দুর্ঘটনার কারণ হিসেবে তিনি বলেন, 'গতকাল ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে গাড়ির চালক ঠিকমতো রাস্তা দেখতে পাচ্ছিলেন না। এ কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago