'নায়ক' সাকিব এক দিনেই বদলে দিতে পারেন বিপিএলের চেহারা

গালফ অয়েলের শুভেচ্ছা দূত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার একদিনের জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর প্রতীকী দায়িত্ব পালন করছেন। সেখানে কতোটুকু কী পরিবর্তন করেছেন তা জানা যায়নি। তবে যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রধান নির্বাহী করা হয় তাহলে এক দিনে অনেক পরিবর্তন আনতে পারবেন সাকিব। আর এক থেকে দুই মাসের জন্য দায়িত্ব পেলে আমূল পরিবর্তন করে দিতে পারবেন এ আসরকে!

এদিন প্রতিষ্ঠানটিতে প্রতীকী দায়িত্ব গ্রহণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। সেখানেই উঠে আসে বিপিএল প্রসঙ্গ। এ আসরের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। তখন উদাহরণ হিসেবে বলিউডের জনপ্রিয় মুভি 'নায়ক' এর কথা বললেন সাকিব। যেখানে একজন মুখ্যমন্ত্রীর কি করা উচিৎ তা একদিনেই দেখিয়ে দিয়েছিলেন প্রধান চরিত্র অনিল কাপুর। ঠিক তেমনি বিপিএলের দায়িত্ব পেলে নিজেও নায়ক হতে পারবেন সাকিব।

২০১২ সালে যাত্রা শুরু হয় বিপিএলের। তখন থেকেই আইপিএলের পর বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বলে বিপিএলকে দাবি করে থাকে বিসিবি। শুরুটা খারাপ না হলেও ক্রমেই করুণ থেকে করুণতর অবস্থা হচ্ছে এ আসরের। আটটি আসর আয়োজন হলেও এখনও নির্দিষ্ট কোনো কাঠামো তৈরি হয়নি। প্রায় প্রতি আসরেই নিয়মের পরিবর্তন হচ্ছে ইচ্ছে মতো। ফলে হারিয়েছে এর জৌলুশ।

এ সকল কারণে আগের দিন বিপিএলের উপর নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর এবং খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনও। আজ তার সঙ্গে সূর মেলালেন সাকিবও। বিসিবির স্বদিচ্ছারই অভাব দেখছেন তিনি। তাকে দায়িত্ব দেওয়া হলেও এক থেকে দুই মাসেই সব ঠিক করে দিতে পারবেন বলে জানান এ অলরাউন্ডার, 'আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয় বিপিএলের আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে খুব বেশি হলে।'

এরপরই উদাহরণ হিসেবে তুলে ধরেন 'নায়ক' সিনেমাকে। দুই মাসের আগেই সব ঠিক করে ফেলার প্রত্যয় দেখিয়ে বলেন, 'দুই মাসও লাগার কথা না। দুই মাস অনেক দূরের কথা বলছি। নায়ক সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।' এক দিনে কীভাবে কী করবেন তাও জানান এ অলরাউন্ডার, 'এই পুরো সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।'

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago