১২৫ ডিম পাড়ল একটি কাছিম

কক্সবাজার সামুদ্রিক সৈকতে একটি কাছিম ১২৫টি ডিম পেড়েছে।
১২৫টি ডিম পেড়েছে একটি কাছিম। ছবি: সংগৃহীত

কক্সবাজার সামুদ্রিক সৈকতে একটি কাছিম ১২৫টি ডিম পেড়েছে।

গত মঙ্গলবার রাতে সৈকতে পেঁচার দ্বীপ এলাকায় সামুদ্রিক এই কাছিমটি ডিমগুলো পাড়ে।

ডিমগুলো পরিবেশবাদী সংস্থা নেচার কনজার্ভেশন ম্যানেজমেন্টের কর্মীরা ইতোমধ্যে সংগ্রহ করেছেন।

সংস্থার প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে জানান, একটি কাছিম ১২৫টি ডিম পেড়ে পুনরায় সমুদ্রে চলে গেছে। পরে সেই ডিম তারা সংগ্রহ করেছেন।

'কাছিমের ডিম সংগ্রহ ও পরবর্তীতে কৃত্রিম উপায়ে বাচ্চা ফোটানোর জন্য আমরা একটি প্রকল্প বাস্তবায়ন করছি। সেটির আওতায় হ্যাচারিতে এসব ডিম থেকে বাচ্চা ফোটানো হবে', বলেন তিনি।

তিনি আরও বলেন, 'এ মৌসুমে কক্সবাজারে এই প্রথম সামুদ্রিক কাছিম ডিম পেড়েছে।'

সংস্থার সহকারী পরিচালক ড. শফিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'প্রজনন মৌসুম শুরুর পর প্রতিবছর অক্টোবর থেকে সমুদ্রে আসতে শুরু করে কাছিম। এপ্রিল পর্যন্ত কাছিম ডিম পাড়ে।'

'হ্যাচারিতে প্রায় আড়াই মাস ডিমগুলোর নিবিড় পরিচর্যা করা হবে। এরপর ডিম ফুটে বাচ্চা বের হবে। তারপর কাছিমের বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে', বলেন তিনি।

কক্সবাজারে সামুদ্রিক কাছিমের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ায় কাজ করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টসহ একাধিক প্রতিষ্ঠান।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

40m ago