অভিজ্ঞতা পুঁজি সিলেট স্ট্রাইকার্সের

ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে প্রতিবারই ব্যর্থতার আরেক নাম সিলেটের ফ্র্যাঞ্চাইজি। যারাই যখন দল বানিয়েছে, আসেনি সাফল্য। বেশিরভাগ সময় সিলেটের নামের দলগুলোকে থাকতে হয়েছে তলানিতে। এবার একদম নতুন মালিকানায় খোলনলচে বদলে নামছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। মালিকানায় নতুনত্ব থাকলেও দলটির মূল শক্তি দেশের অভিজ্ঞ ও পুরনো ক্রিকেটাররা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্র করেই মূলত তৈরি করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড। ড্রাফট থেকে তারা দলে নিয়েছে দেশের ক্রিকেটের আরেক অভিজ্ঞ নাম ও তারকা উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমকে। আছেন অভিজ্ঞতায় পোক্ত পেসার রুবেল হোসেনও।

বিদেশি তারকাদের মধ্যেও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। সেরা সময় পেরিয়ে আসা পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির খেলবেন সিলেটের দলে। আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বিদেশি তালিকায় অবশ্য পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা এবং জিম্বাবুয়ের রায়ান বার্লের মতো বর্তমান সময়ের কয়েকজন আছেন।

ওপেনিংয়ে ভারতের বিপক্ষে টেস্টে নামা বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসানকে খেলাবে সিলেট। দেশের উইকেটে শান্ত কার্যকর হলেও তার স্ট্রাইক রেট নিয়ে আছে প্রশ্ন। মিডল অর্ডারে মুশফিক ছাড়া ভরসা করার মতো ব্যাটারের ঘাটতি আছে। তৌহিদ হৃদয় কুড়ি ওভারের ক্রিকেটে এখনো নিজেকে চেনাতে পারেননি। উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলি মূলত খেলেন নিচের দিকে।

স্থানীয় পেসারদের মধ্যে রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান সাকিবকে নিয়েছে সিলেট। অভিজ্ঞ স্পিনার নাবিল সামাদও আছেন দলটিতে। সব মিলিয়ে স্ট্রাইকার্সকে বলা যায় গড়পড়তা। মাশরাফি-মুশফিকের অভিজ্ঞতা আর বিদেশিদের পারফরম্যন্সে ভর করেই ছুটতে হবে তাদের।

সিলেটের চেয়ারম্যান সারওয়ার চৌধুরী জানান, এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগের সব নেতিবাচক ইম্প্রেশন এবার তাদের দলটি আড়াল করে দেবে, 'অতীতের বিপিএলে সিলেটের পরিচালনা নিয়ে নানা কথা হয়, ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ভক্তদের নিরাশ করবে না। আমরা সকল শ্রেণির মানুষের কাছে সহযোগিতা চাই। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে দেওয়ার কারিগর মাশরাফির সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে চমক দেখাতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।'

শুক্রবার আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

সিলেট স্ট্রাইকার্স

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, তানজিম হাসান সাকিব, শামসুর রহমান, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), টম মুরস (ইংল্যান্ড), গুলবদিন নাইব (আফগানিস্তান), কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), শফিকউল্লাহ গাফারি (আফগানিস্তান)।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago