মেসিকে শুভেচ্ছাবার্তা পাঠাননি তেভেজ

কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের খেলা দেখেননি এমন আর্জেন্টাইন ভক্ত খুঁজে পাওয়া বেশ কঠিন। সেখানে সাবেক কোনো আর্জেন্টাইন তারকা যদি বলেন দেশবাসীর দীর্ঘ আক্ষেপ ঘোচানো এই আসরে খুব একটা চোখ রাখেননি তিনি তবে অবাক হওয়ারই কথা। আলবিসেলেস্তেদের হয়ে দুটি বিশ্বকাপ খেলা কার্লোস তেভেজ দিলেন এমনই চমকে যাওয়া তথ্য। এমনকি মেসিকে শুভেচ্ছাও জানাননি।

১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে যখন সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন ক্ষুদে জাদুকর, পূর্ণ হয় লাখো আর্জেন্টাইনদের স্বপ্ন। সাবেক ফুটবলারদের আনন্দও ভাঙে বাধ। দেশবাসীর যে আক্ষেপ তারা ঘুচাতে চেয়েছিলেন মেসির দলের হাত ধরে তার অবসান হওয়াতে মেসিকে অভিনন্দন জানাতে পিছপা হননি কেউই। কিন্তু তেভেজ যেন ভিন্ন গ্রহের মানুষ।

মেসিকে শুভেচ্ছাবার্তা না পাঠানোর পিছনে অদ্ভুত এক যুক্তি দিলেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা, 'মেসিকেও কিছু (শুভেচ্ছাবার্তা) লিখিনি আমি কারণ (অসংখ্য শুভেচ্ছাবার্তায়) তার ফোন নিশ্চিতভাবেই ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। তবে আমার বাচ্চারা তার গোলগুলো উদযাপন করেছে যেটা আমাকে খুবই আনন্দিত করেছে।'

কিন্তু যেই ফ্রান্সকে হারিয়ে পরম অরাধ্য শিরোপা জিতেছে আর্জেন্টিনা, তাদের খেলা ঠিকই দেখেছেন সাবেক এই স্ট্রাইকার! আর্জেন্টাইন গণমাধ্যম রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, 'কাতার বিশ্বকাপে খুব একটা চোখ রাখিনি আমি। কিন্তু ফ্রান্সের খেলা অনেক দেখেছি, কারণ এটা এমন একটা দল যাদের আমি পছন্দ করতাম।'

প্রায় এক বছরের মতো ক্লাবহীন থাকার পর ২০২২ সালে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার জার্সিতে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলা তেভেজ। একই বছর স্বদেশী ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। তবে গত অক্টোবরে সেই চাকরি ছেড়ে দেন তিনি।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

23m ago