পরের ম্যাচগুলোতে বরিশালের অধিনায়ক সাকিব
অবশেষে নাটকীয়তার আপাতত একটা সমাপ্তি হলো বোধহয়। বিপিএলে ফরচুন বরিশালের প্রথম ম্যাচে সবাইকে অবাক করে সাকিব আল হাসানের বদলে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করেছিলেন। দলটি জানিয়েছিল প্রতি ম্যাচের আগে তারা ঠিক করবে একজন অধিনায়ক। সেই চিন্তা থেকে এবার সরে এলো তারা। এখন থেকে আসরের বাকি ম্যাচগুলো অধিনায়ক থাকবেন সাকিবই।
বরিশালের গণমাধ্যম বিভাগ থেকে জানানো হয়, সাকিব ফরচুন বরিশালের নেতৃত্ব দিতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তিনিই টুর্নামেন্টে বরিশালের অধিনায়ক।
গত আসরে সাকিবের নেতৃত্বেই নেমেছিল দলটি। ফাইনালে গিয়ে পরে হারতে হয় তাদের। এবারও দল তৈরি থেকে সব কিছুতে যুক্ত ছিলেন সাকিব। টুর্নামেন্টের আগের দিন অধিনায়কদের ট্রফি উন্মোচনে অবশ্য দেখা যায়নি সাকিবকে। সেই আয়োজনে দলের হয়ে আসেন মিরাজ। তবে কে আসলে অধিনায়ক তা জানাচ্ছিল না তারা। যদিও অনুমান ছিল সাকিবই সামলাবেন সে দায়িত্ব।
শনিবার সিলেট স্টাইকার্সের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে দেখা যায় মিরাজকে। দলের খেলোয়াড় তালিকাতেও অধিনায়ক হিসেবে রাখা হয় মিরাজের নাম। এরপর দলের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন জানান, প্রতি ম্যাচের আগে একজন করে অধিনায়ক ঠিক করবেন তারা। ম্যাচ হারার পর দলের হয়ে কথা বলতে আসা পেসার ইবাদত হোসেন এই সিদ্ধান্তের কথা জেনে বিস্ময় প্রকাশ করেন।
দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য মিটে গেল সব সংশয়। নেতৃত্বে সাকিবকে ফিরিয়ে এনেছে তারা। আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে নামছে বরিশাল।
Comments