ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার মৌখিক অভিযোগ সিলেট স্টাইকার্সের

নানান বিতর্কের মধ্যে চলতে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ এবার পাওয়া গেল অনাকাঙ্খিত এক খবর। সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি তাদের কাছে  ফিক্সিংয়ের একটা প্রস্তাব আসার খবর দিয়েছে। এই ব্যাপারে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কাছে তারা মৌখিক অভিযোগও করেছে। 

বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই খবর,  'তারা মৌখিকভাবে জানিয়েছে কিন্তু লিখিত কোন অভিযোগ করেনি। প্রতি সপ্তাহে এরকম ৮-১০টা অভিযোগ আসে। আকসু যদি মনে করে তদন্ত করা দরকার, তাহলে তারা তদন্ত করবে।' 

জানা গেছে, সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালকের কাছে এমন অনৈতিক প্রস্তাব আসে। নিয়ম অনুযায়ী তিনি দ্রুত তা সংশ্লিষ্ট মহলে অবহিত করেছেন। 

প্রথম দুই আসরের পর ফিক্সিং কেলেঙ্কারিতে সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল বিপিএল। সেসময়কার দল ঢাকা গ্লাডিয়েটর্সকে করা হয়েছিল। নিষিদ্ধ হয়েছিলেন তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

Comments

The Daily Star  | English

EC unveils roadmap for 13th national polls

Delimitation, voter list and party registration among 24 key tasks ahead of February 2026 vote

1h ago