ভারত সফরের অস্ট্রেলিয়া দলে চার স্পিনার
ভারতের তাদের জন্য কী অপেক্ষা করছে আঁচ করতে পারছে অস্ট্রেলিয়া দল। টার্নিং উইকেটের চ্যালেঞ্জ সামলাতে স্কোয়াডে তাই স্পিন শক্তি বাড়িয়েছে অজিরা। ভারত সফরের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন চার স্পিনার। তার মধ্যে চমকের নাম ২২ বছর বয়েসী অফ স্পিনার টড মার্ফি।
বুধবার ভারত সফরে টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে আলোচিত খবর মার্ফির দলে থাকা। ভিক্টোরিয়ার উদীয়মান অফ স্পিনারের সঙ্গে অনুমিতভাবেই দলে আছেন ন্যাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসন। সীমিত ওভারের লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জায়গা হয়নি টেস্ট দলে।
শেফিল্ড শিল্ডে আলো ছড়িয়ে আলোচনায় এসেছিলেন মার্ফি। শেষ ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ভিক্টোরিয়াকে জিতিয়েছিলেন তিনি। ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার ধরেছেন এই অফ স্পিনার। অমিত সম্ভাবনা তাকে নিয়ে এলো জাতীয় দলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পেসার মিচেল স্টার্ক। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও তাকে পাওয়া যাবে না। তবে দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে যাওয়ার আশায় স্কোয়াডে আছেন তিনি।চোট পার করে দলে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্টেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। সিরিজের বাকি তিন টেস্ট দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারণে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড, স্কট বোল্যান্ড, অ্যাশটন অ্যাগার, ল্যান্স মরিস, মিচেল সোয়েপসন, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম, টড মার্ফি।
Comments