ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড

স্টার ডিজিটাল গ্রাফিক্স

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের বাসিন্দা চওনা বরুয়া, মং সা, চওনা, মং চেতে ও ম উয়া নাই এবং তারাইংনা শহরের বাসিন্দা লাম সিং।

পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের কাছে সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ওই ৬ নাগরিককে আটক করে কোস্টগার্ড বাহিনী।

এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ৬ মিয়ানমার নাগরিককে আসামি করে মামলা করেন।

আজ বুধবার মামলারটি সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে বিচারক সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago