মেসি থাকা মানে সুযোগ তৈরির নিশ্চয়তা: পিএসজি কোচ
প্রায় তিন সপ্তাহের বেশি সময় বাইরে থাকার পর আগের দিন ফের মাঠে নেমেছেন লিওনেল মেসি। ফিরলেন যেন ঠিক একই ছন্দে। বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করেছেন। পেয়েছেন গোলও। মেসির এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মুগ্ধ দলের প্রধান কোচ ক্রিস্তফ গালতিয়ের।
পার্ক দে প্রিন্সেসে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে অ্যাজারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। ম্যাচের শুরুতে উগো একিতিকের গোলে এগিয়ে যায় দলটি। যে গোলটির উৎস ছিলেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে একিতিকের সঙ্গে দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ শেষে প্রাইম ভিডিওকে দেওয়া সাক্ষাৎকারে গালতিয়ের বলেন, 'আজ আবারও মাঠে আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। লিও খেলতে চেয়েছিল, শারীরিকভাবে খুব ভালো অবস্থানে থেকে দলে ফিরেছে সে। লিও মাঠে থাকা মানে গোলের সুযোগ তৈরি হওয়ার নিশ্চয়তা। পুরো ম্যাচটা সে খেলতে পেরেছে, এটা খুব ভালো।'
কাতার বিশ্বকাপ জয়ের পর ছুটিতে ছিলেন মেসি। গত সপ্তাহে ক্যাম্পে যোগ দিলেও কাপের ম্যাচে তাকে রাখেননি কোচ গালতিয়ের। ফিরলেন লিগ ওয়ানের ম্যাচ দিয়ে। ফেরার ম্যাচেই দেখালেন ঝলক। দলকে ফেরালেন জয়ে।
গত ১০ জানুয়ারি মেসি ও নেইমারকে ছাড়া চলতি মৌসুমে নিজেদের প্রথম হার দেখে পিএসজি। ছুটিতে থাকায় ছিলেন না মেসি এবং লাল কার্ড জনিত কারণে ছিলেন না নেইমার জুনিয়রও। তাদের ছাড়া সেদিন দলকে টানতে পারেননি কিলিয়ান এমবাপে।
Comments