পরীমনির হ্যাট্রিক

পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। এবার নিয়ে টানা ৩ বছর ধরে ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা দিয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন তিনি।
পরীমনি। ফাইল ছবি: সংগৃহীত

পরীমনি অভিনীত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। এবার নিয়ে টানা ৩ বছর ধরে ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমা দিয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন তিনি।

গতবছর 'গুণীন' মুক্তি পেয়েছিল। তার আগের বছর মুক্তি পেয়েছিল 'মুখোশ'। এ বছর 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' দিয়ে পরীমনি হ্যাট্রিক করতে যাচ্ছেন।

পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমায় হ্যাট্রিক করাটা দারুণ খুশির ব্যাপার। ভাবতেই ভালো লাগছে। আমি অনেক খুশি, অনেক আনন্দিত।'

'গুণীন' সিনেমায় অভিনয় করতে গিয়ে ভালোবাসার বন্ধনে জড়ান নায়ক শরিফুল রাজের সঙ্গে। তারপর বিয়ে করেন দুজনে। তাদের ঘর আলো করে রেখেছে সন্তান রাজ্য।

'মুখোশ' সিনেমায় প্রথমবার মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে প্রশংসা ও দর্শকদের ভালোবাসা অর্জন করেন পরীমনি।

পরীমনি এক প্রশ্নের জবাবে বলেন, 'টানা ৩ বছর ধরে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ। এই ধারা অব্যাহত থাকুক। এভাবেই অভিনয় করে যেতে চাই।'

দর্শকদের উদ্দেশে ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা বলেন, 'দর্শকরাই একজন শিল্পীর আসল ভালোবাসা। দর্শকরাই শিল্পীকে বাঁচিয়ে রাখেন বছরের পর বছর। আমিও তাদের ভালোবাসা নিয়ে একটি জনম পার করতে চাই।'

'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' নিয়ে প্রচণ্ড আশাবাদী পরীমনি। তার বিশ্বাস, দর্শকরা সিনেমাটি দেখবেন এবং খুব ভালোভাবেই গ্রহণ করবেন। এ বিষয়ে তিনি বলেন, 'অনেকগুলো কারণে দর্শকরা সিনেমাটি দেখবেন। প্রথম কারণ মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে সিনেমাটি নিমিত হয়েছে।'

নতুন সিনেমার জন্য পরীমনি বেশ সময় দিচ্ছেন। সন্তান রাজ্যকে নিয়েই প্রমোশন করছেন। সম্প্রতি ঢাকার বিএফ শাহীন কলেজে গিয়েছেন রাজ্যকে নিয়ে। এ ছাড়া আরও একদিন রাজ্যকে নিয়ে সিনেমার প্রমোশন করেছেন।

এসব বিষয়ে পরীমনি বলেন, 'এ এক অন্যরকম ভালোলাগা। এ এক অন্যরকম সুখ। নিজের সিনেমার প্রমোশনে যখন রাজ্য সঙ্গে থাকে, তখন ভালোবাসা কাজ করে আরও বেশি।'

অরণ্য আনোয়ার পরিচালিত 'মা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া, নতুন বছরে 'চলো বদলে যাই' নামে একটি নতুন সিনেমার শুটিং করবেন তিনি। এটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। চলতি বছরের জুলাই থেকে আগস্টে এই সিনেমার শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

33m ago