মাশরাফি অসাধারণ নেতা, দারুণ মানুষ: ইমাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে এবার। এখন পর্যন্ত শিরোপা জয় তো দূরের কথা ফাইনালও খেলতে পারেনি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রায় প্রতি আসরেই সবার আগে বিদায় নিশ্চিত হওয়া দলটির নাম থাকে সিলেট। তবে এবার ব্যতিক্রম। টানা পাঁচ জয়ে সবার শীর্ষে তারা। বিপিএলে তথা দেশের ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির ছোঁয়ায় আমূল বদলে গিয়েছে দলটি।

শেষ পর্যন্ত শিরোপা জিততে পারবেন কি-না তা সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত যেভাবে খেলছে দলটি তাতে যোগ্য দাবীদার তারাই। আর মাশরাফির চৌকশ নেতৃত্বেই দলটি উড়ছে বলে মনে করেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, 'সে বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছে। তার থেকে আপনি এর চেয়ে ভালো কি প্রত্যাশা করতে পারেন। ক্রিকেটের সে কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। সে কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।'

'তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে সে যা বলে তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে সে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে,' মাশরাফির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন ইমাদ।

সোমবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৫ উইকেটের দারুণ জয় তুলে শীর্ষস্থান আরও মজবুদ করেছে মাশরাফির সিলেট। তবে এদিন কেবল এক ওভারই বল করেছেন অধিনায়ক। তাও শেষ ওভারে। দলের বাকি সব বোলাররা ভালো করার কারণেই নিজে আর বোলিংয়ে আসেননি বলে জানান ইমাদ। ভেতরের খবর অবশ্য পায়ের ইনজুরির কারণে এদিন বোলিং করেননি মাশরাফি।

তবে ইনজুরির কথা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ইমাদ, 'না না। আমি মনে করি, আমরা ভালো বোলিং করছিলাম। তার বোলিংয়ের সুযোগ ছিল না। আমাদেরকে দিয়েই শেষ করতে চেয়েছে। গ্রেট লিডার, গ্রেট হিউম্যান বিং। সে ২০তম ওভারটা করেছিল যা টি-টোয়েন্টিতে কঠিনতম। ওখানে ইয়র্কার করা ফ্যান্টাস্টিক। ওখানে যদি ১৫-১৬ রান দিয়ে আসতো তাহলে কিন্তু আমরা ম্যাচটা হেরে যেতে পারতাম।  কিন্তু মনে হয় সে ৬-৭ রানের মতো দিয়েছে (আসলে ৪)। তার দিক থেকে গ্রেট অ্যাফোর্ট।'

সবমিলিয়ে ড্রেসিং রুমের পরিবেশ দারুণ বলে জানান এ অলরাউন্ডার, 'ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা খুবই ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে, চার-পাঁচ ম্যাচ জিততে চাইবে। লাকিলি আমরা সবকটি ম্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি তা হলো, দলের প্রত্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার-লোয়ার অর্ডার প্রত্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি।'

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

7h ago