সাত হাজারি ক্লাবে তামিম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টিয়েন্টিতে ৭০০০ রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। সাগরিকায় খুলনা টাইগার্সের হয়ে স্বাগতিকদের বিপক্ষে এ মাইলফলকে পৌঁছান এ ক্রিকেটার।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে বাউন্ডারি মেরে এ কীর্তি গড়েন এ বাঁহাতি ওপেনার। ৪৪ রানের ইনিংস খেলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি খেলেছেন ড্যাশিং এই ওপেনার। মোট ২৪২টি টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে ৭০৩৯ রান করেছেন তিনি। দ্রুততম সাত হাজার রান পূর্ণ করায় সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম। তার লেগেছে ১৮৭ ইনিংস। নবম স্থানে আছে তামিম।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে তামিম করেছেন ১৭৫৮ রান। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলে তিন হাজারের কাছাকাছি রান করেছেন। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার এসএলপিএল, কাউন্টি ক্রিকেট ও নিউজিল্যান্ডের লিগসহ আলাদা ১৭টি দলের হয়ে এ সংস্করণে খেলেছেন তিনি।

টি-টোয়েন্টিতে রান তোলায় তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এ অলরাউন্ডারের সংগ্রহ ৬ হাজার ৫৪৬ রান। এছাড়া এ সংস্করণে মুশফিকুর রহিমের ৫ হাজার ১৩০ ও মাহমুদউল্লাহর সংগ্রহ ৫ হাজার ৩০১ রান। 

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

46m ago