ক্রিকেট

২১ ম্যাচ খেলেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ

গত এক বছর ধরে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ। বল হাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি ভারতের ডানহাতি পেসার পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর তিনি প্রথমবারের মতো উঠলেন এই সংস্করণের বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।
ছবি: এএফপি

গত এক বছর ধরে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ। বল হাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি ভারতের ডানহাতি পেসার পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর তিনি প্রথমবারের মতো উঠলেন এই সংস্করণের বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন সিরাজ। ২৮ বছর বয়সী এই বোলারের রেটিং পয়েন্ট ৭২৯। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউডের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান দুই। ৭০৮ পয়েন্ট নিয়ে তিনে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

২০১৯ সালে অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল সিরাজের। সেদিন ৭৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। এরপর ভারতের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে আবার মাঠে নামতে তাকে অপেক্ষা করতে হয় তিন বছর। গত বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফেরেন সিরাজ। সেই থেকে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে উঠেছেন তিনি। মাত্র এক বছরের মধ্যে ওয়ানডেতে ভারতের মূল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

এখন পর্যন্ত ২১ ওয়ানডে খেলে ২০.৭৩ গড়ে সিরাজের শিকার ৩৮ উইকেট। দুবার ৪ উইকেট পেলেও ফাইফারের স্বাদ অবশ্য এখনও নেওয়া হয়নি তার। গত বছর ১৫ ম্যাচে ২৩.৫০ গড়ে তার ঝুলিতে ছিল ২৪ উইকেট। এমন উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে গতকাল মঙ্গলবার প্রকাশিত আইসিসির ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সবশেষ সিরিজে তিন ওয়ানডের দুটিতে খেলেন সিরাজ। নিজেদের ডেরায় দারুণ বোলিং প্রদর্শনীতে তিনি দখল করেন ৫ উইকেট। তার গড় ছিল মাত্র ১১.২০। রান দেওয়াতেও তিনি ছিলেন কৃপণ। তার ইকোনমি রেট ছিল মোটে ৩.৫০।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে উপরে আছেন সাকিব আল হাসান। ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে এই বাঁহাতি স্পিনারের অবস্থান। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৬৩৮ পয়েন্ট নিয়ে আছেন নয় নম্বরে। উল্লেখ্য, ব্যাটিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যথাক্রমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও সাকিব।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago