হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসরাক হোসেন জসি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে পুলিশ প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ইসরাককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, হাতিরঝিল পুলিশ প্লাজা ও বাড্ডার মাঝামাঝি এলাকায় পাবলিক টয়লেট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই যুবক। তখন স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত ইসরাকের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, তাদের বাসা ওয়ারীতে। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে তার বাবার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন ইসরাক। ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। গতরাতে নিকেতনে এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের বাসায় ফিরছিলেন ইসরাক। পথে নিজেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছে পরিবার।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago