‘দেশবিরোধী মানুষের কথা শুনলে দেশ এগোবে না’

খালিদ মাহমুদ চৌধুরী
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ভারতের পর্যটকবাহী জাহাজ 'গঙ্গা বিলাস' প্রকৃতির জন্য ক্ষতিকর হবে পরিবেশবিদদের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশবিরোধী মানুষের কথা শুনলে দেশ এগোবে না।

তিনি আরও বলেন, 'যারা এই কথাগুলো বলছে তারা বিদেশি রাষ্ট্র, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন যেন না হয় সেই দৃষ্টিভঙ্গি থেকে বলে। তারা আসলে দেশের উন্নয়নের কথা বলছে না। এই চক্রটা রামপালে পরিবেশের কথা বলে বাধা দিয়েছে। সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ মোংলা বন্দরে ভিড়বে; তারাই বিরোধিতা করছে। আমাদের যেখানে উন্নয়ন হচ্ছে, সেখানেই বিরোধিতা।'

আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমরা আসলেই প্রকৃতি সংরক্ষণ করতে পারছি কি না জানতে চাইলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, 'এই কথা যদি ধরি তাহলে আমাদের আদিম যুগে ফিরে যেতে হবে। সারা পৃথিবীতে নৌ-বাণিজ্যের মাধ্যমে আমাদের অর্থনীতি; আমরা চট্টগ্রাম বন্দরকে অর্থনীতির লাইফ লাইন বলি জাহাজ চলাচল, আমদানি-রপ্তানির কারণে। পর্যটনও এভাবেই হয়।'

খালিদ মাহমুদ আরও বলেন, 'ঢাকার চারপাশে যখন অবৈধ উচ্ছেদ কার্যক্রম চালিয়েছি, প্রায় ৯০০ একর জমি উদ্ধার করেছি তখন তারা বলেছে বেসরকারি থেকে সরকারি দখলে যাচ্ছে। এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। এ ধরনের দেশবিরোধী মানুষের কথা শুনলে দেশ আগাবে না।'

আপনারা কি কোনো এনভায়রনমেন্টাল ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছেন যার ভিত্তিতে সায়েন্টিফিক্যালি বলা যায় যে, বায়োডাইভার্সিটিতে কোনো প্রভাব পড়বে না—গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না। দেখেন, গঙ্গা বিলাস তো একটা আসছে। এ রকম শত শত-হাজার হাজার জাহাজ এই পথে চলাচল করছে। কই আমাদের ইকোলজিক্যালি তো কোনো সমস্যা হয়নি! আমাদের জীববৈচিত্র্য তো নষ্ট হয়নি! দেখা যাচ্ছে, গত ১৫ বছরে আমরা অনেক ইলিশ মাছ খাচ্ছি, ১৫ বছর আগে ইলিশ মাছ ছিল না।'

প্রসঙ্গত, ভারত থেকে পর্যটকবাহী জাহাজ 'গঙ্গা বিলাস' বাংলাদেশের অনেকগুলো পর্যটন এলাকা ও জেলা অতিক্রম করে আসামে যাবে। জাহাজটি প্রকৃতির জন্য ক্ষতিকর হবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

58m ago