যাত্রাবাড়ীতে পড়ে ছিল যুবকের মরদেহ, শনাক্ত হয়নি আঙুলের ছাপ
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী টল প্লাজার সামনে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক খন্দকার মেজবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'স্থানীয় লোকজন বলছে সেই যুবক ৩ থেকে ৪ দিন ধরে যাত্রাবাড়ী এলাকায় ঘোরাঘুরি করছিলেন। কীভাবে মারা গেছেন কেউ জানেন না। সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তার পরনে ছিল সাদা চেক শার্ট ও নীল ট্রাউজার।'
তিনি আরও বলেন, 'আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। কারো জাতীয় পরিচয় পত্র থাকলে সাধারণত তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলে ছাপ নেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা অনেক চেষ্টার পরও সেই যুবকের আঙ্গুলের ছাপ শনাক্ত করতে পারেননি। এ কারণে তার পরিচয়ও শনাক্ত করা যায়নি।'
Comments