নিশোর প্রথম সিনেমার শুটিংয়ের আগে দ্বিতীয় সিনেমার খবর

Afran Nisho
অভিনেতা আফরান নিশো। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ'র শুটিং শুরুর আগে আসলো দ্বিতীয় সিনেমার খবর। 'কালপুরুষ' নামে আরেকটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

'কালপুরুষ' সিনেমার প্রযোজনা সংস্থা থেকে বিষয়টি জানা গেছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য লেখা চলছে। নায়ক আফরান নিশোর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। সিনেমার পরিচালক হিসেবে থাকবেন সঞ্জয় সমাদ্দার।

এদিকে রায়হান রাফি পরিচালিত আফরান নিশো অভিনীত প্রথম 'সুড়ঙ্গ' সিনেমার শুটিং আসছে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

59m ago