ফারাবীর ৭ বছরের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে ব্লগার রাজীব হায়দারের জানাজায় অংশ নেওয়া ইমামকে হত্যার হুমকি দেওয়ার মামলায় শফিউর রহমান ফারাবীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
ব্লগার রাজীব হায়দার, শফিউর রহমান ফারাবী, সাইবার ট্রাইব্যুনাল,
শফিউর রহমান ফারাবী। স্টার ফাইল ফটো

রাজধানীর মিরপুরে ব্লগার রাজীব হায়দারের জানাজায় অংশ নেওয়া ইমামকে হত্যার হুমকি দেওয়ার মামলায় শফিউর রহমান ফারাবীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ এ রায় দেন।

২০১৪ সালের ২৩ জুলাই শেরেবাংলা নগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

ফারাবী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। এর আগে, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Comments