হাথুরুসিংহে ইস্যুতে সাকিবের জবাব, ‘নো কমেন্ট’

ছবি: ফিরোজ আহমেদ

কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ? এই প্রশ্নের জবাবে একটি নামই উচ্চারিত হচ্ছে– শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে তার বাংলাদেশের দায়িত্ব নেওয়া মনে হচ্ছে এখন কেবল সময়ের ব্যাপার। হাথুরুসিংহের ফেরার প্রসঙ্গে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হলেন না।

গত ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। তার শূন্যস্থান পূরণে নতুন কোচ খুঁজে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হওয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে হাথুরুসিংহে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন তিনি। তার অধীনে জাতীয় দলও সেসময় দারুণ সাফল্য উপভোগ করেছিল।

হাথুরুসিংহের ফেরার জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে এদিন মঙ্গলবার সকালে। তার বিদায়ের খবর জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলস। ২০২০ সালে  তাদের সহকারী কোচ হয়ে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। নিউ সাউথ ওয়েলস জানায়, আন্তর্জাতিক কোচিংয়ে ফিরতেই তাদের চাকরি ছেড়েছেন হাথুরুসিংহে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে হাথুরুসিংহের নতুন গন্তব্য বাংলাদেশ বলেই ধারণার ভিত্তি অনেক মজবুত। তাছাড়া, আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও গণমাধ্যমে জানিয়ে দেন, 'হাথুরুসিংহের (প্রধান কোচ হওয়ার) সম্ভাবনাই বেশি।' 

মঙ্গলবার বিকালে বিপিএলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হওয়ার পর গণমাধ্যমের সামনে আসেন ফরচুন বরিশালের দলনেতা সাকিব। হাথুরুসিংহে ইস্যুতে তিনি দুই শব্দে জবাব দেন, 'নো কমেন্ট।'

chandika hathurusingha and SHakib al hasan
ফাইল ছবি

হাথুরুসিংহের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন জিজ্ঞেস করা হলেও একই কাজ করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার, মুখ দিয়ে উচ্চারণ করেন কেবল দুটি শব্দ, 'ঠিক আছে।'

চলমান বিপিএলে রান সংগ্রাহকদের তালিকায় তিনে আছেন সাকিব। নয় ম্যাচে ১৮৫.১১ স্ট্রাইক রেট ও ৫১.৮৩ গড়ে তার সংগ্রহ ৩১১ রান। তবে শেষ দুই ম্যাচে রান পাননি তিনি। আর ব্যাটিংয়ের মতো বল হাতে এখনও চেনা রূপে দেখা যায়নি তাকে। ৩২.৮৩ গড় ও ৬.৩৫ ইকোনমিতে তার শিকার ৬ উইকেট।

নিজের ব্যাটিং পারফরম্যান্স মূল্যায়নে ৩৫ বছর বয়সী সাকিব বলেন, 'ভালো লাগে, উপভোগ করি। যতটা বলছেন, আমার মনে হয় না এতটাও ভালো অবস্থায় আছি। ভালো যাচ্ছিল কিন্তু শেষ কয়েকটা ম্যাচ ওরকম ভালো ব্যাট করিনি। আশা করব, আবার যেন ভালোভাবে ব্যাট করতে পারি। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলাম, টুর্নামেন্টের শেষে এসে যেন আবার সেভাবে শেষ করতে পারি।'

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

4h ago