তেজগাঁওয়ে সড়কে অসুস্থ হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল (৫৬)। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের (৫৬) মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লাভ রোডে এ ঘটনা ঘটে।

গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী বলেন, 'মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে তিনি মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন। গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল হুট করে লেন পরিবর্তন করে গাড়ির সামনে চলে আসে। তা দেখে স্যার (শফিকুর রহমান) উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুশ হয়ে পড়ে যান।'

তাকে তাৎক্ষণিকভাবে গাড়িতে করে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, 'অচেতন অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমানকে ঢাকা মেডিকেলে আনা হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

23m ago