আঘাত পেয়ে মাঠ ছাড়া লিটনের অবস্থা জানালেন ইমরুল

কুমিল্লা ভিক্টরিয়ান্স তো বটেই, বাংলাদেশ দলেরই বর্তমান সময়ের সেরা ব্যাটার লিটন দাস। আগের দিন সেই লিটন চোট পেয়ে মাঠ ছেড়েছেন মাত্র দুই বল খেলে। স্বাভাবিকভাবেই তাতে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দেশের ক্রিকেটভক্তরা। তবে স্বস্তির খবর আঘাত খুব গুরুতর নয় লিটনের।

কুমিল্লা ভিক্টরিয়ান্স তো বটেই, বাংলাদেশ দলেরই বর্তমান সময়ের সেরা ব্যাটার লিটন দাস। আগের দিন সেই লিটন চোট পেয়ে মাঠ ছেড়েছেন মাত্র দুই বল খেলে। স্বাভাবিকভাবেই তাতে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দেশের ক্রিকেটভক্তরা। তবে স্বস্তির খবর আঘাত খুব গুরুতর নয় লিটনের।

খুলনা টাইগার্সের বিপক্ষে আগের দিন কুমিল্লার লক্ষ্যটা ছিল ২১২ রানের। সে লক্ষ্যে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করেছিলেন লিটন। কিন্তু শফিকুল ইসলামের পরের বলটি আচমকা লাফিয়ে আঘাত হানে তার গ্লাভসে। প্রচণ্ড ব্যথায় কাতরে মাঠ ছেড়ে বেরিয়ে যান দেশ সেরা ওপেনার। আইস ব্যাগ নিয়ে ব্যথা সামলাতে থাকায় পরে আর নামেননি।

তখন থেকেই কানাঘুষা, খেলতে পারবেন তো লিটন। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশার কথা শুনিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস, 'লিটনের স্ক্যান করানো হয়েছে। কোন চিড় ধরা পড়েনি। হয়তো ব্যথা আছে। তিনদিন আমাদের খেলা নেই। আশা করি এরমধ্যেই ঠিক হয়ে যাবে।'

মঙ্গলবার সিলেটে রান তাড়ায় নিজেদের পুরনো রেকর্ডই ভেঙে জয় তুলে নিয়েছে কুমিল্লা। জয়ের আত্মবিশ্বাসটা শুরু থেকেই ছিল তাদের। কিন্তু তারপরও লিটন আউট হওয়ার পর কিছুটা শঙ্কা ঢুকেছিল অধিনায়কের মনে, 'লিটন দাস চোটে পড়ার পর উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম। কারণ ও যদি পাওয়ার প্লেটা ইউজ করে দেয়, ওর মতো ব্যাটার থাকলে যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন।'

আগের দিন মূলত ক্যারিবিয়ান ব্যাটার জনাথন চার্লসের দানবীয় ব্যাটিংয়ে জয় পায় কুমিল্লা। ৫৬ বলে ৫ চার ও ১১ ছক্কায় এ ক্যারিবিয়ান খেলেন হার না মানা ১০৭ রানের ইনিংস। তাকে দারুণ সহায়তা করেছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। ৩৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৭৩ রান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago