ভারতের ভিসা পেতে আবারও ভুগতে হচ্ছে খাওয়াজাকে

চার টেস্টের সিরিজ খেলতে মঙ্গল ও বুধবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সতীর্থদের যাত্রার পর ইন্সটাগ্রামে নিজের ভিসার অপেক্ষার কথা জানিয়ে পোস্ট দেন খাওয়াজা।
Usman Khawaja
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের বাকি সবাই পৌঁছে গেছেন ভারতে। তবে এখনো উড়াল দিতে না পেরে ভিসার অপেক্ষায় সময় কাটছে উসমান খাওয়াজার। ভারতের ভিসা পেতে ফের অস্বাভাবিক এক বিলম্বের মধ্যে পড়েছেন তিনি।

চার টেস্টের সিরিজ খেলতে মঙ্গল ও বুধবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সতীর্থদের যাত্রার পর ইন্সটাগ্রামে নিজের ভিসার অপেক্ষার কথা জানিয়ে পোস্ট দেন খাওয়াজা।

পাকিস্তানে জন্ম নেওয়া খাওয়াজা অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে বেশ কয়েকবার ভারতে গিয়েছেন। তবে প্রতিবারই ভিসা নিয়ে একটা জটিলতায় পড়তে হয়েছে তাকে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো অবশ্য জানিয়েছে, খুব দ্রুতই এই সমস্যা কেটে যাবে। বৃহস্পতিবারের মধ্যে ভিসা পেয়ে যাবেন তিনি। গত বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়া এই বাঁহাতি ব্যাটার ভিসা পাওয়া মাত্রই বেঙ্গালুরু যাত্রা করবেন।

২০২২ সাল টেস্টে স্বপ্নের মতো কেটেছে খাওয়াহার। বছরে ৭৯.৬৮ গড় ও ৫ সেঞ্চুরিতে করেছেন ১ হাজার ২৭৫ রান।

আগে ভারতে সীমিত ওভারের ক্রিকেট খেললেও এবারই প্রথম টেস্ট খেলার কথা আছে খাওয়াজার। আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ  হিসেবে নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার গাভাস্কার সিরিজ। পরের টেস্টগুলো হবে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।  সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে অনুশীলন করবে অজিরা।

Comments