মনে হয় ইউএনও-ডিসি তারাই দেশটার মালিক: এমপি দবিরুল

সংসদ সদস্য দবিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অনেক এলাকায় রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম।

তিনি বলেন, 'সরকারি কর্মকর্তাদের ভাবটা এমন যেন তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে এবং জনপ্রতিনিধিরা অবাঞ্চিত ব্যক্তি।'

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

দবিরুল বলেন, 'আমরা (এমপিরা) ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি। বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও, ডিসি.. তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করে সেটাই চলে। একটা কম্বল, সরকারি ত্রাণ পর্যন্ত আমরা দিতে পারি না।'

সরকারি ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধি দেওয়া হয় না দাবি করে তিনি বলেন, 'আমরা চাই.. তারা (সরকারি কর্মকর্তা) দয়া করে বলে লোকটারে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের অবস্থা।'

তিনি আরও বলেন, 'বর্তমানে আমলাতন্ত্র--আমার জেলায় এবং আমার এলাকায় দেখেছি ইউএনও সাহেবেরা সবকিছু করছেন। ভাবটা এই যে তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিল। আমরা তাদের কাছে অবাঞ্চিত ব্যক্তি।'

'আমরা কিছু চাইলে, কোন কাজ করতে বললে, কোন লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। শুধু আমি না, এই সংসদে অনেকই আছেন যাদের এলাকায় সরকারি কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি। প্রকৃত ক্ষমতার মালিক তারাই,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago