সিলেট বিমানবন্দরে উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট বিঘ্নিত

ফাইল ছবি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে রানওয়েতে বাংলাদেশ বিমানের এক‌টি উড়োজাহাজের চাকা ফেটে গেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে জানান, উড়োজাহাজটিতে থাকা ১৪৮ যাত্রীর কেউ এ ঘটনায় হতাহত হননি।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

তাহেরা খন্দকার বলেন, 'উড়োজাহাজটি ঢাকা থেকে সিলেট পৌঁছে তারপর সিলেট থেকে ঢাকা আসছিল। চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে। আটকে পড়া যাত্রীদের অন্য একটি ফ্লাইটে ঢাকা আনা হচ্ছে।' 

বিমানের একটি প্রকৌশল টিম চাকা বদলের জন্য ইতোমধ্যে সিলেট রওনা হয়েছে বলেও জানান তাহেরা।

ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago