দক্ষিণ এশিয়া

উইকিপিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করল পাকিস্তান

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) উইকিপিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উইকিপিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করল পাকিস্তান
উইকিপিডিয়ার লোগে। ছবি: সংগৃহীত

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) উইকিপিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উইকিপিডিয়া একটি বিনামূল্যে সম্পাদনাযোগ্য অনলাইন এনসাইক্লোপিডিয়া। মৌলিক তথ্যের জন্য বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এটি ব্যবহার করেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটটিকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে 'বিদ্বেষমূলক কনটেন্ট' অপসারণ না করায় বুধবার দেশব্যাপী উইকিপিডিয়া সেবা বন্ধ করে দেয় পিটিএ।

পিটিএ বলেছে, ওয়েবসাইটটি তাদের অনুরোধে সাড়া দেয়নি বা প্রশ্নবিদ্ধ কনটেন্ট সরিয়ে নেয়নি।

পিটিএর মুখপাত্র মালাহাত ওবায়েদ ডনকে বলেন, আদেশ না মানার কারণে প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া কর্তৃপক্ষ চিহ্নিত কনটেন্ট সরিয়ে ফেলার পরে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে।

উইকিপিডিয়া পরিচালনাকারী দাতব্য সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন গতকাল বলেছে, উইকিপিডিয়ায় কোন কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে বা সেই বিষয়বস্তু কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয় সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেয় না। আমরা বিশ্বাস করি, জ্ঞান অর্জন একটি মানবাধিকার। পাকিস্তানে উইকিপিডিয়া বন্ধ করায় বিশ্বের পঞ্চম বৃহত্তম জনবহুল দেশকে মুক্ত জ্ঞান ভাণ্ডারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ইতিহাস ও সংস্কৃতিতে প্রবেশাধিকার থেকে সবাই বঞ্চিত হবে।

চলতি সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা জানায়, তারা উইকিপিডিয়ার কাছে 'প্রযোজ্য আইন ও আদালতের আদেশ'-এর অধীনে নোটিশ জারি করে প্রশ্নবিদ্ধ কনটেন্ট অপসারণের আবেদন জানিয়েছে। শুনানির সুযোগও দেওয়া হয়েছিল, তবে প্ল্যাটফর্মটি 'অবমাননামূলক' কনটেন্ট সরিয়ে দেয়নি।

Comments