রক আইকনের নিজ শহরে গিটার প্রদর্শনী

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে রূপালী গিটার। ছবি: স্টার

রক আইকন আইয়ুব বাচ্চুর নিজ শহর চট্টগ্রামে আয়োজন করা হয়েছে গিটার প্রদর্শনীর।

আগামী ১১ ফেব্রুয়ারি বন্দর নগরীর একটি হোটেলে এই প্রদর্শনী  হতে যাচ্ছে। প্রয়াত এই ব্যান্ড তারকার গিটার ও অন্যান্য স্মৃতি স্মারক প্রদর্শিত হবে সেখানে।

১ দিনের এই প্রদর্শনী সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রক আইকন আইয়ুব বাচ্চুর এই গিটার প্রদর্শনীতে তার ব্যবহার করা  ১৮টি গিটার, ক্যাপসহ অনেক কিছুই থাকছে। দিনব্যাপী চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করে ট্রিবিউট দেবে।'

চট্টগ্রামের আগে ঢাকার সফিউদ্দীন শিল্পালয়ে আইয়ুব বাচ্চুর গিটার নিয়ে একটি প্রদর্শনী হয়েছে 'হারানো বিকেলের গল্প' শিরোনামে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago