শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় শিশুকে হত্যার অভিযোগে তার সৎ মাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেল ৩টার দিকে ৮ বছরের শিশু শায়িন বাবুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে তার সৎ মা রেশমা খাতুনকে আটক করা হয়েছে।'

ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্ত রেশমা খাতুন হাজারীবাগ থানায় পুলিশ হেফাজতে আছেন বলেও জানান ওসি।

Comments