'ভারত জাহান্নামে যেতে পারে, যদি পাকিস্তানে আসতে না চায়'

ছবি: রয়টার্স

এশিয়া কাপে অংশ নিতে চলতি বছর পাকিস্তানে যেতে রাজী নয় ভারত। তাদের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের কিংবদন্তি সাবেক ব্যাটার বলেছেন, ক্রিকেটে টিকে থাকার জন্য ভারতকে কোনো দরকার নেই তাদের।

আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুসারে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ২০২৩ এশিয়া কাপ। তবে আসরের ভেন্যু বাছাই নিয়ে বিপাকে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাহরাইনে হওয়া সবশেষ সভাতে বিষয়টি নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। পরে এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে।

ভারত-পাকিস্তানের অনড় অবস্থানে তৈরি হয়েছে অচলাবস্থা। এশিয়া কাপের ওপর নির্ভর করছে আগামী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও। ওই আসরও আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে।

চলমান বিতর্কে যোগ দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়াঁদাদ। গতকাল রোববার একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানে আসতে না চাইলে ভারতকে জাহান্নামে যেতে বলেছেন তিনি, 'ভারত জাহান্নামে যেতে পারে, যদি তারা ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চায়। পাকিস্তানের টিকে থাকার জন্য ভারতের কোনো প্রয়োজন নেই।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজেদের প্রাপ্য বুঝে পাওয়ার জন্য লড়াইয়ের বার্তা দিয়েছেন, 'আমি সব সময় পাকিস্তানকে সমর্থন করেছি। আপনারা জানেন যে যখনই কোনো সমস্যা দেখা দেয়, আমি ভারতকে ছেড়ে কথা বলি না। কিন্তু ব্যাপারটা হলো আমাদের নিজেদের দিকটি দেখতে হবে এবং সেজন্য আমাদের লড়াই করা উচিত।'

মিয়াঁদাদের মতে, এই ধরনের সমস্যা সমাধানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে রাখতে হবে ভূমিকা, 'আইসিসি যদি এসব নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই সংস্থা থেকে কোনো লাভ নেই। তাদেরকে প্রতিটি দলের জন্য একই নিয়ম প্রয়োগ করতে হবে। যদি কোনো জাতীয় দল কোথাও খেলতে না আসে, তাদেরকে নিষিদ্ধ করা উচিত।'

ভয়ের কারণে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যেতে চায় না বলে মনে করেন ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য, 'পাকিস্তানে এসে খেলতে কেন ভয় পাচ্ছে ভারত? তারা জানে, যদি পাকিস্তান সফরে গিয়ে হারে, তাহলে জনগণ তাদের ছাড়বে না। (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি উধাও হয়ে যাবে।'

উল্লেখ্য, গত অক্টোবরে এসিসি সভাপতি ও ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই হবে। এরপর তীব্র প্রতিক্রিয়া আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। তারা জানায়, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। নতুন পিসিবি প্রধান নাজাম শেঠিও একই সুরে কথা বলেছেন বাহরাইনে হওয়া সবশেষ সভায়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago