ছবিতে

ধ্বংসস্তূপ, কান্না, অপেক্ষা…

বাড়িঘর হারিয়ে ঠাঁই মিলেছে আশ্রয়কেন্দ্রে; উদ্ধারকর্মীদের কাছে মোবাইলে ছবি দেখিয়ে হন্যে হয়ে খোঁজ করছেন প্রিয় মানুষটির
পরিবারের ছোট সদস্য এখন শুধুই ছবি। ৮ ফেব্রুয়ারি সিরিয়ার আফরিন অঞ্চলের দেইর বালুতে বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি

রাস্তার পাশেই ছিল বাড়ি। ভূমিকম্পের ২ দিন পরেও পরিবার-পরিজনের খোঁজে প্রচণ্ড শীতে রাস্তার পাশে অপেক্ষা করছেন তারা, হয়তো স্বজনদের জীবিত খুঁজে পাওয়া যাবে।

এই রাস্তায় পাশেই ছিল তাদের বাড়ি। ধ্বংসস্তুপের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। সিরিয়ার আলেপ্পো থেকে ছবিটি তোলা। ৮ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স

বাড়িঘর হারিয়ে ঠাঁই মিলেছে আশ্রয়কেন্দ্রে; উদ্ধারকর্মীদের কাছে মোবাইলে ছবি দেখিয়ে হন্যে হয়ে খোঁজ করছেন প্রিয় মানুষটির।  

তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের পাশে এক নারীর আহাজারী। ৮ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক এই ভূমিকম্পের ২ দিন পরেও তুরস্ক-সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

বুধবার মৃতের সংখ্যা ১১ হাজার ২০০ ছাড়িয়েছে, আশঙ্কা করা হচ্ছে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও কয়েক হাজার বাড়তে পারে।

তুরস্কের দিয়ারবাকিরে ভূমিকম্পের পর ঐতিহাসিক উলু মসজিদে আশ্রয় নিয়েছে কয়েক হাজার লোক। ৭ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স

সর্বশেষ ২০১১ সালের ১১ মার্চ জাপানে এমন ভয়াবহ ভূমিকম্প দেখেছিল বিশ্ব। ৯ দশমিক শূন্য মাত্রার সেই ভূমিকম্প ও সুনামিতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৫ হাজার ৬৯০ জন নিহত হয়েছিল।

সিরিয়ার আলেপ্পোতে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে দিনরাত উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের পোস্ট করা ভিডিও থেকে ছবিটি নেওয়া। ৭ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স
সিরিয়ার আলেপ্পোতে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে দিনরাত উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের পোস্ট করা ভিডিও থেকে ছবিটি নেওয়া। ৭ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখেরও বেশি হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে উদ্ধার অভিযান চালাচ্ছে আলজেরিয়ার উদ্ধারকারী দল। ৮ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: এএফপি

সিরিয়ার যে অঞ্চলগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সেসব অঞ্চলের ২ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ বাড়িঘর হারিয়েছেন। তাদের জন্য ১৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

তুরস্কের হাতায় প্রদেশে ভূমিকম্পে ধসে পড়া ভবন। ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ছবি: রয়টার্স
তুরস্কে মধ্য ইস্কেন্দেরুনে ভূমিকম্পের পর আগুন। ছবি: রয়টার্স
সিরিয়ার বিসনিয়ায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের পোস্ট করা ভিডিও থেকে ছবিটি নেওয়া। ৭ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স
জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা
তুরস্কের হাতায়ে ভূমিকম্পের পর একটি ধসে পড়া মসজিদের কাছে পুতুল পড়ে আছে। ছবি: রয়টার্স

 

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago