নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোস্তারির দিকে তেড়ে যাওয়ায় শ্রীলঙ্কান উইকেটরক্ষকের শাস্তি

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের দশম ওভারের ঘটনা। চামারি আতাপাত্তুর বলে বোল্ড হন সোবহানা মোস্তারি। সেসময় উদযাপন করতে গিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন আনুশকা সাঞ্জিওয়ানি। লঙ্কান উইকেটরক্ষক হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যান মোস্তারির দিকে।
ছবি: আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের দশম ওভারের ঘটনা। চামারি আতাপাত্তুর বলে বোল্ড হন সোবহানা মোস্তারি। সেসময় উদযাপন করতে গিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন আনুশকা সাঞ্জিওয়ানি। লঙ্কান উইকেটরক্ষক হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যান মোস্তারির দিকে।

গত রোববারের সেই ঘটনায় অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তি মিলেছে সাঞ্জিওয়ানির। আইসিসির আচরণবিধির লেভেল এক ভাঙার দায়ে কাটা গেছে তার ম্যাচ ফির ১৫ শতাংশ। এটি একজন ব্যাটার আউট হওয়ার পর তার প্রতি কোনো ভাষা ব্যবহার বা অঙ্গভঙ্গি প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত যা ওই ব্যাটারকে উত্তেজিত করতে পারে।

পাশাপাশি সাঞ্জিওয়ানির নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার সাজার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাঞ্জিওয়ানির বিরুদ্ধে শাস্তির প্রস্তাব করেন ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী। ৩৩ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি। এর আগে মাঠের দুই আম্পায়ারের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ আম্পায়ার তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

দক্ষিণ আফ্রিকায় চলমান ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ। কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৬ রান তোলে তারা। এরপর ১০ বল হাতে রেখে ৩ উইকেটে ১২৯ রান করে লক্ষ্য পূরণ করে শ্রীলঙ্কা।

সেদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মোস্তারি। তবে ৩২ বল লেগে যায় তার। তার ব্যাট থেকে চার আসে পাঁচটি। সবগুলোই ছিল পাওয়ার প্লেতে।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল পরের ম্যাচ খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago