হাথুরুসিংহে ফেরায় বাংলাদেশের ক্রিকেটের নিশ্চিত লাভ দেখছেন হেরাথ 

শ্রীলঙ্কা দলে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে রঙ্গনা হেরাথের। পরে কোচ হিসেবেও কাজ করেছেন দুজন। হাথুরুসিংহের কাজের ধরণ আর ক্রিকেটীয় দর্শন তাই খুব চেনা তার
Rangana Herath
রোববার মিরপুর একাডেমি মাঠে রঙ্গনা হেরাথ। ছবি: বিসিবি

শ্রীলঙ্কা দলে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে রঙ্গনা হেরাথের। পরে কোচ হিসেবেও কাজ করেছেন দুজন। হাথুরুসিংহের কাজের ধরণ আর ক্রিকেটীয় দর্শন তাই খুব চেনা তার। নিজের অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের স্পিন বোলিং কোচ মনে করেন, প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের ফেরায় লাভবান হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।  

২০১৪-২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে সেরা কিছু সাফল্য এলেও বিতর্কও ছিল চড়া। সেবার বিদায়টা ছিল না সুখকর।  সাড়ে পাঁচ বছর পর এবার আরেক দফায় একই ভূমিকায় ফেরানো হচ্ছে লঙ্কান এই কোচকে। সোমবার রাতে দ্বিতীয় দফার দায়িত্ব নিয়ে বাংলাদেশে পা রাখবেন হাথুরুসিংহে। 

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, স্পিন বোলারদের নিয়ে একটি ক্যাম্প শেষে স্বদেশী হাথুরুসিংহেকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হেরাথ, 'চন্ডিকা বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু দিয়েছে আগের দফায়। আমি তার সঙ্গে খেলেছি আবার তার অধীনে কোচিংও করেছি। এই কারণে আমার তার ব্যাপারে খুব ভালো অভিজ্ঞতা আছে, তার কাজের ধরণ সম্পর্কে আমি জানি। আমার আত্মবিশ্বাস আছে এবং আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে। (হাথুরুসিংহের ফেরায়)।' 

আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে হাথুরুসিংহের নতুন অধ্যায়। সেখানে কোচিং প্যানেলে স্পিন কোচের গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন হেরাথ। এরমধ্যে অস্ট্রেলিয়ায় থেকেই হেরাথের সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি। হেরাথ জানান, প্রধান কোচ তার সঙ্গে কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। 

চুক্তির অংশ হিসেবে এই বছরও একটি স্পিন ক্যাম্প পরিচালনা করছেন হেরাথ। হাথুরুসিংহে ফিরলে অবশ্য শুরু হয়ে যাবে জাতীয় দলের ক্যাম্প। ১ মার্চ ইংল্যান্ড সিরিজের আগে মিরপুরে নিবিড় অনুশীলন চালাবে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League amid demands from the student movement against discrimination.

3h ago