নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অন্তত একটি জয় পেতে মরিয়া নিগাররা

Nigar Sultana Joty

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার চক্র থেকে এবারও বের হতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেই আগের মতই বিবর্ণ ব্যাটিং, দুর্বল বোলিং নিয়ে লড়াই জমাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। টুর্নামেন্টে পরের ধাপে যাওয়ার সুযোগ না থাকলেও আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ থেকে অর্জনের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

বিশ্বকাপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে পর পর তিন ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা পনেরো ম্যাচ হারার তিক্ত অভিজ্ঞতাও হয়ে যায়।  মঙ্গলবার নিজেদের এবারের আসরের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ খেলতে দেশ থেকে যাওয়ার আগে অন্তত একটি ম্যাচ জেতার কথা বলেছিলেন নিগার। প্রথম তিন ম্যাচে সেই লক্ষ্যের কাছে যেতে না পারলেও এখনো সেই সুযোগ আছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাপ্তান জানান, দক্ষিণ আফ্রিকাকে হারাতে তারা থাকবেন মরিয়া,  'পারলাম না… এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি…! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে।'

বাংলাদেশের জন্য ম্যাচটা আনুষ্ঠানিকতার হলেও দক্ষিণ আফ্রিকার জন্য তা বাঁচা-মরার লড়াই। তাদের সামনে আছে পরের ধাপে যাওয়ার সমীকরণ। প্রতিপক্ষ চাপে থাকায় নিজেদের একটা সুবিধা দেখছেন নিগার,  'আমার কাছে মনে হয়, দক্ষিণ আফ্রিকা একটু চাপে আছে। আমরা ওভাবে চাপে নেই। চাপহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি, এই ম্যাচটি ভালো খেলবে পারব।'

আরও একটি বিশ্বকাপে ভালো না করার কারণ হিসেবে কোন নির্দিষ্ট জায়গা নয়, দল হিসেবে ভালো করতে না পারাকেই বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক,  'দেখুন, দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। দল হিসেবে পারফর্ম করতে পারিনি বলেই দল ভালো করতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স দু-একটি থাকলেও কিন্তু ভালো হয়নি, কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে একটু কঠিন হয়ে যায় ম্যাচ জেতা।'

একদম প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। শুরুতে দিক হারানো ব্যাটিং ও পরে মারুফা আক্তার ছাড়া বাকিদের বোলিং-ব্যাটিং ব্যর্থতায় মূল্য দিতে হয় বাংলাদেশকে। শেষ ম্যাচে ভুলের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান অধিনায়ক, 'ছোট ছোট ভুলগুলির মূল্য দিতে হয়েছে, আমার কাছে মনে হয়। যেহেতু আরেকটি ম্যাচ আছে, আগের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।' 

বাংলাদেশের মেয়েদের দলের মূল সমস্যার জায়গা ব্যাটিং। এবারও সেই ঘাটতি প্রকট হয়েছে। কিন্তু শক্তির জায়গা স্পিন বোলিংও সেভাবে পারফর্ম করতে পারেনি। নিজের ব্যর্থতা শিকার করে আপাতত সব মনোযোগ শেষ ম্যাচে দিতে চান নিগাররা, 'সব মিলিয়ে আমাদের দল হিসেবে পারফরম্যান্সে ঘাটতি থেকে গেছে। এসব উইকেটে ১৩০-১৪০ রানের বেশি না করলে কঠিন হয়ে যায় ম্যাচ বের করা। তবে সবাই এরকম টুর্নামেন্ট যখন খেলতে আসে, বড় চিন্তা করেই আসে যেন সেমি-ফাইনাল খেলতে পারি। আমাদের সেটা হয়নি। ইচ্ছা থাকবে শেষ ম্যাচটিতে ভালো কিছু যেন পেতে পারি, একটি জয় নিয়ে ফেরার ইচ্ছা আছে।'

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় কেপটাউনে প্রোটিয়াদের বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago