চট্টগ্রামে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

বন্দর নগরীর চান্দগাঁও এলাকায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। স্কুল শিক্ষক ফোনে খবর দিলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন শিক্ষকের কল পেয়ে আমরা স্কুলের পিছন থেকে মেয়েটিকে উদ্ধার করি।'

তিনি বলেন, 'গতকাল রাতে বাবা-মা বকা দিলে মেয়েটি অভিমানে বাড়ি থেকে বের হয়ে স্কুল প্রাঙ্গণের কাছে ঘোরাফেরা করেছিল। এক নারী তাকে নিজ বাসায় নিয়ে যান এবং রাতে সেখানেই মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।'

'আমরা অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছি এবং প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago